মেদিনীপুর: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব সারা বাংলা। সেই আঁচ জেলার প্রতিটি হাসপাতালেও। অন্যায় -অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলছে প্রায় অধিকাংশ পড়ুয়ারাই।  এবার 'দাদাগিরি'-র অভিযোগের পরেও ক্যাম্পাসে TMC-র চিকিৎসক নেতাকে প্রবেশের অনুমতি,  মেদিনীপুর মেডিক্যালে সরব জুনিয়র ডাক্তাররা।


হাউসস্টাফশিপ চলছে, তাই ক্যাম্পাসে ঢুকতে পারবেন চিকিৎসক নেতা। ২২ ঘণ্টার মধ্যেই আগের নোটিস বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করল মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মানা সম্ভব নয়, জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত টিএমসিপি নেতা ও টিএমসিপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি।  


খাস মেডিক্য়াল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের পর টনক নড়েছে পুলিশের। শনিবারের পর রবিবারও পুলিশে পুলিশে ছয়লাপ RG কর হাসপাতাল চত্বর। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ ও র‍্যাফ। ইমার্জেন্সি বিভাগের সামনে গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। যেখানে বলা হয়েছে - মহিলাদের সঙ্গে অপরাধ সংগঠিত হতে পারে এরকম এলাকা চিহ্নিত করতে হবে।


 মহিলা চিকিৎসককে খুনের পর টনক নড়েছে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষেরও। হাসপাতালের তরফে পোশাক বিধি ও পরিচয়পত্র বাধ্যতামূলক করতে জারি হয়েছে নতুন নির্দেশিকা। নির্দেশিকায় উল্লেখ, হাসপাতালে PPP মডেলের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র। এছাড়া, হাসপাতালের কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদেরও ওই বিভাগের নির্দিষ্ট কোনও পোশাক থাকলে তা পরা বাধ্যতামূলক। নতুন নির্দেশিকা জারি করেছে RG কর কর্তৃপক্ষ। 


আরও পড়ুন, 'এখনও 'থ্রেট কালচার' চালাচ্ছেন অভীক দে-র অনুগামীরা' ! বিক্ষোভ বর্ধমান মেডিক্যালে


RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে একা সঞ্জয় রায়ই কি জড়িত ছিলেন? নাকি এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে? প্রশ্ন উঠছে, মহিলা চিকিৎসককে খুন কি পূর্ব পরিকল্পিত? পুলিশের দাবি, ধৃত সিভিক ভলান্টিয়ার RG কর হাসপাতালের সঙ্গে যুক্তই ছিলেন না। তাহলে যখন-তখন হাসপাতালে তাঁর অবাধ যাতায়াতের ছাড়পত্র মিলল কীভাবে? কে দিয়েছিল সেই ক্ষমতা? RG কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগে উঠে আসছে একের পর এক প্রশ্ন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।