ঋত্বিক প্রধান ও জয়দীপ হালদার, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টিতে নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে কটালের জেরে ঢুকছে জল। দিঘায় ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ৬ মৎস্যজীবী। আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। 


কৌশিকী অমাবস্যা ও প্রবল বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূল জুড়ে জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে জল ঢুকল দিঘা শহরে। কাঁথির শৌলায় বাঁধ না থাকায় সমুদ্রের জল গ্রামে ঢুকছে বলে দাবি গ্রামবাসীদের।


নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি। সুন্দরবন উপকূলবর্তী সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে ভারী বৃষ্টি। 


বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। কটালের জেরে কাকদ্বীপের বিভিন্ন অংশে হু হু করে ঢুকছে জল। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছাড়তে শুরু করেছেন।


দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায় প্রবল বৃষ্টিতে মুড়িগঙ্গা নদীর জল বেড়ে বিপন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। অনেক বাড়িতে ঢুকে গেছে জল।  স্থানীয় বাসিন্দারা অন্যত্র সরে যাচ্ছেন।  


জোয়ারের জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে নামখানার মৌসুনি দ্বীপেও। দ্বীপের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অনেকে বাড়ি ছাড়তে শুরু করেছেন। 


মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় প্রায় ৫০০ মিটার সমুদ্র বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে।  মৌসুনির কয়লাঘেরি এলাকায় কৌশিকী অমাবস্যার কটালে বাঁধ উপচে জল ঢুকেছে লোকালয়ে।


সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। 


এদিকে, দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে আসা একটি ট্রলার ডুবে গেছে দিঘার উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে। ট্রলারের ৬ মত্‍স্যজীবীকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। 


নামখানা সৃজা একটি ট্রলার দুর্ঘটনায় পড়ে এবং তাতে ৬ জন মৎসজীবি ছিলেন সেই ৬ জন মৎসজীবী সমুদ্রে ঝাঁপ দেন নিজেদের বাঁচাতে তাড়াতাড়ি দিকে উঠে আসার চেষ্টা করেন তাঁরা। 


তখন কর্তব্যরত নুলিয়ারা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন। একে একে করে উদ্ধার করা হয় ছয় মৎস্যজীবীকে। তার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে মৎস্যজীবীদের চিকিৎসা চলছে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে।


পাথরের আঘাতে আহত হন দুজন নুলিয়া। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।