ভাস্কর ঘোষ, বেলুড়:  একই দিনে বেলুড় ও বালির গঙ্গার ঘাটে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।  গতকাল, বেলুড় বিকে পাল জগন্নাথ ঘাটে উদ্ধার বছর পনেরোর স্থানীয় এক কিশোরের দেহ। ওই ছাত্রের নাম শাহিল আনসারির। জানা গিয়েছে, রবিবার বিকেলে গঙ্গায় বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল। গতকাল তার দেহ উদ্ধার করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। অন্যদিকে, বালির জেটিয়া ঘাটে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুলিশের অনুমান দেহটি হয়ত জলে ভেসে গিয়ে আটকে থাকতে পারে। বালি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বালি থানা এবং বেলুড় থানার পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।


আরও পড়ুন: বালিগঞ্জ থানার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ধৃতকে জেরায় মারধরের অভিযোগ


এদিকে, বেহালার পর্ণশ্রীতে মা ও ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় পেশায় শিক্ষিকা বছর পয়তাল্লিশের সুস্মিতা মণ্ডল ও তাঁর ছেলে তমোজিত্‍ ঘরে ছিলেন। মহিলার স্বামী, বেসরকারি ব্যাঙ্কের কর্মী তপন মণ্ডল ছিলেন অফিসে।


প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চপার দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ২টি আলাদা গরে পড়ে ছিল মা ও ছেলের মৃতদেহ। একজনের বেশি আততায়ী থাকার সম্ভাবনা প্রবল। কারণ, ঘরে ধাক্কাধাক্কির চিহ্ন মেলেনি। প্রতিবেশীরা কেউ চিত্‍কারও শুনতে পাননি। পুলিশ সূত্রে দাবি, যে মোবাইল ফোনে ক্লাস চলছিল, সেটি উধাও বলে দাবি। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারে পুলিশ। পুলিশ জানতে পেরেছে, বিকেলে প্রাইভেট টিউটর এসে সাড়া না পেয়ে ফিরে যান।পুলিশ সূত্রে খবর, মহিলা অতিরিক্ত সতর্ক ছিলেন। আই হোল দিয়ে না দেখে তিনি দরজা খুলতেন না। তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি পরিচিত কাউকে দেখেই দরজা খুলেছিলেন মহিলা? স্বামী যখন ফ্ল্যাটে আসেন, তখন ঘরের দরজা ভেজানো ছিল। ঘর থেকে কিছু সোনার গয়না, মোবাইল ফোন ও চাবি খোয়া গেছে বলে তদন্তকারীদের দাবি।  এই ঘটনায় মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আরও পড়ুন: বাড়ছে পর্যটকদের আনাগোনা, করোনার ভয় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কালিম্পং