ঋত্বিক প্রধান, খেজুরি (পূর্ব মেদিনীপুর): বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। খেজুরি ১ নম্বর ব্লকের হেঁড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মোহাটি বেনিপুর গ্ৰামের ঘটনা। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত গুণ্ডা বাহিনী এলাকায় নানারকমভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছে। 


সম্প্রতি এই ঘটনায় আক্রান্ত ঘাসফুল কর্মীদের বাড়িতে যান তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ কুমার মাইতি। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘুরে দেখেন ভাঙচুর হওয়া বাড়িগুলি। এই পরিস্থিতিতে আক্রান্ত কর্মীদের পরিবারের লোকজনের হাতে তিনি চাল, ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন। তিনি সকলের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, সুবিধা অসুবিধায় পাশে আছেন। তাঁদের দাবি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি কর্মীরা। তাই তিনি খেজুরির আই সি সাহেবের সঙ্গে কথা বলেন। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক সভাপতি তরুন কুমার মাইতির সঙ্গে ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, খেজুরির তৃণমূল নেতা ডা: পার্থপ্রতিম দাস, খেজুরি ১ নম্বর ব্লক সভাপতি বিমান নায়ক সহ তৃণমূলের আরও একাধিক নেতা কর্মী।


আরও পড়ুন: Abhishek Vs Suvendu : 'বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত' কুণালের ট্যুইট খোঁচা


গতকালই পশ্চিম বর্ধমানে বিজেপি করায় এক মহিলাকে ভ্যাকসিনের লাইন থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মহিলার পরিবারের দাবি, অপমানে আত্মহত্যার চেষ্টা করেন বিজেপি কর্মী। দুর্গাপুরের এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর। ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আমরা-ওরার অভিযোগে সরব হয় বিরোধীরা। এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার দুর্গাপুরের এক বিজেপি কর্মীকে ভ্যাকসিনের লাইন থেকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।