ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুরঃ ফের বিজেপির (BJP) দলীয় কোন্দল এল প্রকাশ্যে। দলীয় পদে স্বজনপোষণের অভিযোগ। পড়ল তালা আরও একবার গেরুয়া শিবিরের কার্যালয়ে। পূর্ব মেদিনীপুর জেলার (East Midnapore) ভগবানপুর বিধানসভা এলাকার বিজেপির গোষ্ঠীবন্দর লেবার প্রকাশ্যে এসেছে। আজ সকালে ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তার বিধায়ক কার্যালয়ে বিজেপির আরেক গোষ্ঠী তালা ঝুলিয়ে দেয়। 


আরও পড়ুন, রসিকা জৈন হত্যাকাণ্ডে মৃতার স্বামীকে গ্রেফতার করল সিট


দলীয় পদে স্বজনপোষণের অভিযোগ, পড়ল তালা আরও একবার গেরুয়া শিবিরের কার্যালয়ে 


ভগবানপুর বিধানসভা এলাকায় তাঁদের দাবি, যারা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে থেকে ঘরছাড়া হয়ে আছে। বাড়ি ভাঙচুর হয়েছে। জেল খেটেছে। এখনও যারা ঘরের বাইরে রয়েছে, তাঁদেরকে বাদ দিয়ে বিধায়ক তার আত্মীয় পরিজন এবং নিজস্ব লোককে বিজেপির বিভিন্নভাবে পথ পাইয়ে দেয়। সে কারণে বিজেপির নব্য এবং পুরনো এই নিয়ে গোষ্ঠী কোন দল প্রকাশ্যে এই সমস্যার কথা বিধায়ককে বহুবার জানিয়েছেন বিজেপির পুরনো কর্মীরা। তারপরেও না শোনার ফলে নতুন করে কমিটি গঠন হওয়ার পরেই খুব বিজেপির পুরনো কর্মীদের মধ্যে। সে কারণেই আজ বিজেপির বিধায়ক কার্যালয়ে তালা ঝুলোতে বাধ্য হন। এ ব্যাপারে এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিকে জানতে চাওয়া হলে উনি বলেন, এরকম কোনও খবর ওনার কাছে নেই তাছাড়া উনি বাইরে রয়েছেন।


তালা ঝুলেছে, রাজ্যের একাধিক জেলার বিজেপি কার্যালয়ে


প্রসঙ্গত, এই প্রথমবার নয়, আগেও বহুবার বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে এসেছে। তালা ঝুলেছে, রাজ্যের একাধিক জেলার গেরুয়া কার্যালয়ে। একুশের ভোটের ফল প্রকাশের পর থেকেই বেশি করে আর এগুলি সব শুরু হয়েছে। বিশেষ করে বঙ্গ বিজেপির নের্তৃত্ব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যেমন রূপা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক হেভিওয়েট নেতারাই। তেমনই জেলা ভিত্তিক কার্যালয়গুলিতেও ঘুণ ধরেছে বলেছে বলে চাপান উতোর রাজনৈতিক মহলে। একদিকে ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপির কর্মীরা বলে অভিযোগ উঠে এসেছে দিনের পর দিন। ঘর ছাড়া বহু বিজেপি কর্মী। আরও তারই মধ্যে ফের দলীয় পদে স্বজনপোষণের অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, ফের আরও একবার তালা পড়ল জেলার বিজেপি কার্যালয়ে।