কলকাতাঃ রসিকা জৈনের রহস্য মৃত্যুকাণ্ডে (Rashika Jain Murder Case) মৃতার স্বামীকে গ্রেফতার করল সিট (SIT)। আলিপুরে সিকা জৈনের রহস্য মৃত্যুর ঘটনায় প্রায় দেড় বছর পর গ্রেফতার হলেন বধূর স্বামী কুশল আগরওয়াল (Kushal Agarwal)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পর গতকাল সুপ্রিম কোর্টও (Supreme Court) খারিজ করে দেয় রসিকার স্বামী কুশল আগরওয়াল আগাম জামিনের আবেদন। এরপরেই আলিপুরে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিট।


আরও পড়ুন, দুর্গাপুজো আসছে, একটু বোমা-গুলি না থাকলে তো: মদন মিত্র


গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জামিনের আবেদন, তবুও শেষ রক্ষা হল না


কলকাতা হাইকোর্টের নির্দেশে, দয়মন্তি সেনের নের্তৃত্বে সিট গঠনের পর রসিকা জৈন হত্যাকাণ্ডে গ্রেফতার বধূর স্বামী। আলিপুরে রসিকা জৈনের রহস্য মৃত্যুর ঘটনায় প্রায় দেড় বছর পর গ্রেফতার হলেন বধূর স্বামী কুশল আগরওয়াল। এদিকে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানান রসিকা জৈনের স্বামী কুশল আগরওয়াল। কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে দেয়। এরপরেই বুধবার রাতে আলিপুরে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিট। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হবে। 


বিয়ের এক বছর পেরোতেই আলিপুরে রসিকা জৈনের রহস্য মৃত্যু হয়


প্রসঙ্গত, বিয়ের এক বছর পেরোতেই আলিপুরে রসিকা জৈনের রহস্য মৃত্যু হয়। গত বছর ১৬ ফেব্রুয়ারি বাড়ির নিচ থেকে শিল্পপতি কুশল আগরওয়ালের স্ত্রী রসিকা জৈনের দেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে অনুমান করা হয়েছিল, চারতলা থেকে ঝাঁপ দিয়েই আত্মঘাতি হয়েছেন রসিকা। কিন্তু পলকেই পট পরিবর্তন হয়। মৃত্যুর পরপরই রসিকার মা-বাবা, জামাই ও শ্বশুড় বাড়ির লোকের দিকে আঙুল তোলে। রসিকার বাবা জানিয়েছিলেন, অনেক দেখাশোনার পরই শিল্পপতি কুশল আগরওয়ালের সঙ্গে রসিকা জৈনের বিয়ে হয়েছিল। কিন্তু একবছর পার করার আগেই পরিস্থিতি বদলে যায়। রসিকার সংসার সুখের হয়নি, বলেই জানিয়েছেন মেয়ের বাবা।