এরশাদ আলম, বীরভূম: ডাকাতির আগেই কাঁকড়তলা পুলিশের জালে দুই কুখ্যাত দুষ্কৃতী (miscreants)। তাদের থেকে উদ্ধার করা হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র (Firearms), ও ২টি কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাত্রে বীরভূমের (Birbhum) কাঁকড়তলা থানার পুলিশ গিয়ে এই ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে। 


কীভাবে দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ


পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, দীর্ঘদিন ধরেই ডাকাতির ছক কষছিল ২ দুষ্কৃতী। পুলিশের কাছে এই খবর আসার পরই তাঁরা তৎপর হয়ে ওঠে। গতকাল রাতে পুলিশ খবর পেয়েছিল যে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকেছিল সেই দুষ্কৃতীরা। এই দলটি ডাকাতি করার জন্য ভবানীগঞ্জ থেকে সিরা গ্রামের মাঝে থাকা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী গিয়ে জঙ্গলে তল্লাশি চালায় ও দুষ্কৃতীদের তাড়া করে। এরপরই ঘটনাস্থল থেকে শেখ আল্লারাখা ও শেখ আলাউদ্দিন নামে ২ দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে যে ওই দলে আরও কয়েকজন রয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাঁকড়তলা থানার পুলিশ। ধৃত দুই দুষ্কৃতীকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে।


২ দিন আগেই ডাকাতির ঘটনা ঘটেছিল বীরভূমে


কিছুদিন আগেই অভিনব কায়দায় সোনার গয়না ও মূল্যবান বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। কায়দা করে পরিবারের সদস্যদের বোকা বানিয়ে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করেছে দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছিল বীরভূমের কিন্নাহারের কৌচড়া গ্রামে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুর নাগাদ বীরভূমের কিন্নাহারের কৌচড়া গ্রামে দুই ব্যক্তি ব্যক্তি আসে। এদিন এলাকার বাসিন্দা অমৃত কৃষ্ণ ঘোষের বাড়িতে মোটর বাইক নিয়ে দুই ব্যক্তি কাঁসা পিতলের বাসন পালিশ করার কথা বলে। বাড়ির লোকেরা কিছু বাসনপত্র বের করে দিলে তারা তাঁদের সামনে বেশ কিছু বাসন পালিশ করে। এরপর অভিযুক্তরা ওই বাড়ির লোকেদের জানায় যে তারা সোনা, রুপোর গয়নাও পালিশ করে। অভিযুক্তদের কথা শুনে পরিবারের সদস্যরা বেশ কিছু রুপো ও সোনার গয়নাও পালিশ করে দেওয়ার কথা বলেন।  অভিযোগ উঠেছে যে, তাঁরা ওই দুই ব্যক্তিকে রুপো, ও সোনার হার, বেশ কয়েকটি আংটিসহ প্রায় আড়াই ভরি সোনার গয়না দিয়েছিলেন। সেই সময়ই ওই দুই ব্যক্তি পরিবারের লোকেদের সামনেই পালিশ করার পর রুপোর গয়নাগুলি এক ধরনের পাউডারজাতীয় জিনিসের মধ্যে ভরে কাগজে মুড়ে দিয়ে দেন। অন্যদিকে, সোনার গয়নাগুলিকেও একটি প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দেয়। তারা জানায় যে, যেন আধঘণ্টা পর সেই প্যাকেট খোলা হয়। 


আরও পড়ুন: পাহাড়ে মমতার হাতের মোমো, ফেরার আগে ফের অন্য মেজাজে মুখ্যমন্ত্রী