সোমনাথ মিত্র, হুগলি: এলাকার একাধিক সিসিটিভি ক‍্যামেরা ভেঙে জুয়েলারী দোকানের শাটার কেটে চুরির ঘটনায় চাঞ্চল‍্য ছড়াল সিঙ্গুরের মির্জাপুর -বাঁকিপুর এলাকায় ।যদিও একটি সিসিটিভি ক‍্যামেরায় চুরির ঘটনা ধরা পড়েছে।দোকান মালিকের দাবি, শুক্রবার মধ‍্যরাত প্রায় দেড় ঘন্টা ধরে ৪ থেকে ৫জনের দুষ্কৃতি অপরাশেন চালায় দোকানে। অন‍্যদিকে গত কয়েকদিন ধরে এলাকায় একের পর এক চুরি ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। 


দোকান মালিকের দেওয়া সিসিটিভি ক‍্যামেরার ভিডিওতে  দেখা যাচ্ছে চার পাঁচ জনের দুষ্কৃতি ভারী কিছু জিনিস দিয়ে রাস্তার ধারে একটি দোকানের শাটার ভাঙার চেষ্টা করছে। প্রায় দেড় ঘন্টার অপারেশনে দোকানের শাটার কেটে কাঁচ ভেঙে শোকেস থেকে বিভিন্ন গহনা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির সঙ্গেই দোকান সিঙ্গুরের মির্জাপুর গ্রামের বাসিন্দা চরণ হালদারের। আজ সকাল বেলা ঘুম থেকে উঠে এই ঘটনায় হতবাক ব্যবসায়ী। 


আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরা ভাঙা। যে দোকানে চুরি হয়েছে সেই দোকানের একটি সিসিটিভি ক্যামেরার মুখ অন্যদিকে ঘোরানো। দোকানের শাটারে তালা দেওয়া থাকলেও শাটারের মধ্যিখানের অংশটা কাটা। দোকানের কাঁচ ও শোকেসের কাঁচ ভাঙ্গা। দোকানের সামনে পড়ে রেয়েছে বাঁশের কঞ্চি। শাটার কেটে কাঁচ ভেঙে সেই কঞ্চি দিয়েই দোকানের শোকেস থেকে বিভিন্ন গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট  দিয়েছে বলে দাবি ব্যবসায়ীর আত্মীয়ের। 


দোকানের মালিক চরন হালদার জানান, সকালে উঠে দেখি তালা ভাঙা, শাটার খোলা। তখন ভয় লেখে গেছে। তারপর বাইরে এসে দেখি এই ঘটনা। সিসিটিভি খুলে দেখি ১ টা ১৫ থেকে ৩ অবধি এই ঘটনা ঘটেছে। ব‍্যবসায়ীর মামা রবীন কর্মকার বলেন, গতকাল রাতে বৃষ্টির জন‍্য ৮.৩০ মিনিটে দোকান বন্ধ করে  দেওয়া হয়। আজ সকাল ৬টায় ঘটনার কথা জানতে পারি। এখানে এসে দেখি দোকানের সমস্ত ক‍্যামেরা ঘুরিয়ে দেওয়া। কিন্তু একটা ক‍্যামেরায় ঘটনার ছবি ধরা পড়েছে। আজ পুলিশ এসেছিল। দেখে গেছে। শোকেসে যা কিছু ছিল কাঁচ ভেঙে সোনা, রূপো সব কঞ্চি দিয়ে বার করে নিয়ে গেছে। 


আরও পড়ুন, পার্থ-র বান্ধবীর ফ্ল্যাটে টাকা উদ্ধার হয়েছে, অনুব্রত-র থেকে সেরকম উদ্ধার হয়নি: সৌগত রায়


অন্যদিকে এলাকায় গত কয়েক দিন ধরে একাধিক চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। মির্জাপুর বাকিপুর গ্রামের স্থানীয় এক ব্যবসায়ী গোঁরাচাদ হালদারের দাবি, 'এই এলাকায় গত কয়েকদিন ধরে প্র‍ত‍্যক দিন চুরি হচ্ছে। তাই আমরা আতঙ্কে আছি। আমরা চাইছি পুলিশ যাতে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেয়। তাছাড়া এলাকায় অনেকদিন ধরে অনেক অচেনা মানুষ ভাড়াটিয়া হিসাবে আসছে। কিন্তু তাদের কি পরিচয় আমরা কেউ জানি না। তাই এসব ভাড়াটিয়ার ও আইডেন্টিটিফাই  হওয়া উচিত। ঘটনার তদন্ত শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ।'