বিটন চক্রবর্তী,পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ার (Panskura) একটি হোটেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক তমলুক ব্লকের রাজনগর এলাকার সন্তোষ বর্মন, যার আনুমানিক বয়স ২৯ বছর।


পুলিশ সূত্রে খবর, পাঁশকুড়ার সবুজ সাথী গেস্ট হাউস থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। তবে কী কারণে মৃত্যু এখনও পরিষ্কার নয়। পাঁশকুড়া থানার পুলিশ গেলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। এলাকাবাসীদের দাবি, কী কারণে এই মৃত্যু ? তার রহস্য উদঘাটন করতে হবে। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী‌। ঘটনাস্থল থেকে হোটেল মালিককে আটক করেছে পুলিশ। মূলত নিরাপত্তা নিয়ে এবার আরও বেশি করে প্রশ্ন উঠেছে। এক সঙ্গে কী পুরোনো কিছু ইস্যু জড়িয়ে আছে কী না তা জানার চেষ্টা করছে পুলিশ। 


প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরেও একটি খুনের ঘটনা ঘটে। স্ত্রীকে চপারের আঘাতে খুন করে আত্মঘাতী হন স্বামী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের মধ্যে নিত্যদিনই অশান্তি লেগে থাকার কারণে এই ঘটনা ঘটে। পাশাপাশি এমনই একটা ঘটনা নদিয়াতে ঘটে। সন্তানের সামনে মাকে খুন করা হয়।পাশাপাশি মালদার বাসিন্দা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীকেও মেস থেকে ডেকে নিয়ে এসে হামলার অভিযোগ ওঠে। হামলার পরে প্রত্যক্ষদর্শীদের অস্ত্র দেখিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। ছাত্রী যেই মেসে থাকতেন, সেই মেসের সামনে এসে তাঁকে ডাকেন অভিযুক্ত যুবক। এরপরই তাঁকে রীতিমতো কুপিয়ে খুনের চেষ্টা করেন সেই অভিযুক্ত যুবক।  


আরও পড়ুন,'অনুব্রতই তৃণমূল, তৃণমূলই অনুব্রত', 'সুপার' ইস্যুতে বিস্ফোরক শমীক


তবে স্ত্রীকে খুনের হাজারো ঘটনার পাশাপাশি জন্মদাতাকে খুনের ঘটনাও কম নয়। উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুলাই বাড়িতেই ছেলের হাতে খুন হন ঠাকুরপুকুরের পরেশনাথ-ঊষারানি সরকার। বাড়িতেই মাথা কেটে পরেশনাথ-ঊষারানি সরকারকে খুনের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, বাড়ির দোতলায় বাবা এবং  একতলায় মাকে গলা কেটে খুন করে ছেলে। এখানেই শেষ নয়, নৃশংসভাবে খুনের পরেও দু’জনের মৃতদেহ একতলায় আনার পরে পাশের ঘরে রাত কাটায় ছেলে। এদিকে পরের দিন মিস্ত্রী ডেকে বাড়ির মধ্যে চৌবাচ্চার গর্ত খোঁড়ার সময় সন্দেহ হয় আত্মীয়দের। এরপর সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় আত্মীয়রাই। খবর পুলিশের কাছে পৌঁছতেই গ্রেফতার করা হয় ছেলে শোভন সরকারকে। ইতিমধ্যেই কেটে গিয়েছে ৯ বছর। সম্প্রতি ঠাকুরপুকুরে বাবা-মাকে নৃশংসভাবে খুনে দোষী সাব্যস্ত হয়েছে ছেলে শোভন সরকার। অভিযুক্ত ছেলের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত।