কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে শুক্রবার প্রেসিডেন্সি জেলে পৌঁছল এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল টিম। দলে ছিলেন কার্ডিওলজি, মেডিসিন-সহ বিভিন্ন বিভাগের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক।


পার্থকে দেখতে প্রেসিডেন্সি জেলে ৮ জনের চিকিত্সক দল

জেল সূত্রে খবর, এর আগে পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )  দাবি করেন, জেল হাসপাতালে তাঁর সঠিক চিকিৎসা হচ্ছে না। বিষয়টি আইনজীবীকেও জানান পার্থ। জেল সুপারকে দেওয়া রিপোর্টে জেলের চিকিৎসক দাবি করেন, পার্থর যে সমস্যা রয়েছে, তাঁর চিকিৎসা জেলের চিকিত্সককে দিয়ে সম্ভব নয়।  সেই রিপোর্ট কারা দফতর ঘুরে যায় নবান্নে। সেখান থেকে রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ ২৪ পরগনার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। তাঁর নির্দেশেই এদিন পার্থকে দেখতে প্রেসিডেন্সি জেলে যায় ৮ জনের চিকিত্সক দল।


প্রেক্ষাপট 

গত ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর SSKM হাসপাতালে ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। কার্ডিওলজি বিভাগের ভর্তি করা হয় তাঁকে। তারপর ইডি আদালতে দাবি করে  হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএমকেই বেছে নিলেন অভিযুক্ত? কারণ, তিনি বুঝেছেন, এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন। হাসপাতালে ইডি অফিসারদের সঙ্গে ডনের মতো আচরণ করছেন উনি। 


এরপরই হাইকোর্ট নির্দেশ দেয় পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর AIIMS’এ নিয়ে যাওয়ার জন্য। এরপর ভুবনেশ্বর এইমস ও জানিয়ে দেয় তাঁর অসুস্থতা এমন কিছু নয়, যার জন্য হাসপাতালে ভর্তি করা দরকার। এরপর ফের তাঁকে নিয়ে কলকাতায় ফেরে ইডি। এখন তিনি প্রেসিডেন্সি জেলে আছেন। তার আগে ইডি হেফাজতে থাকাকালীন জোকা ইএসআই হাসপাতালে প্রতি ৪৮ ঘণ্টায় একবার করে তাঁর ও অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করানো হত। তখনও তাঁর স্বাস্থ্য সংক্রান্ত বড় কোনও সংস্যা হয়নি বলেই খবর।