বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সরকারি স্কুলের রং গেরুয়া। তৃণমূলের চাপে রাতারাতি রং বদল। এমনই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের (East Midnapore) পাঁশকুড়ায়। তৃণমূল নেতা ও স্কুলের পরিচালন সমিতির সভাপতির দাবি, ঠিকাদারের ভুলেই এই রং করা হয়েছিল। তাই বদলের সিদ্ধান্ত। হইচই শুরু হতেই তৃণমূল নেতৃত্বের সাফাই, গেরুয়া ত্যাগের প্রতীক। স্কুলে এই রং লাগানো যেতেই পারে।
এবার রং বিতর্ক পাঁশকুড়ার স্কুলে: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অরিজিৎ সিংহের গাওয়া গান নিয়ে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি। সেই গেরুয়া নিয়েই রাজ্যে ফের রং-রাজনীতি।সরকারি স্কুলের রং গেরুয়া করেও তৃণমূলের চাপে রাতারাতি বদলে ফেলা হয়েছে। এই অভিযোগ ঘিরে তরজা তুঙ্গে উঠেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পুজোর ছুটিতে পাঁশকুড়া গার্লস হাইস্কুলে গেরুয়া রং করা হয়।
সরকারি স্কুলের রং কেন গেরুয়া। এনিয়ে প্রশ্ন উঠতেই শুরু হয় রং বদলের কাজ। গেরুয়া ঢেকে যায় সাদায়। এবিষয়ে পাঁশকুড়ার বিজেপি নেতা তরুণকান্তি ভট্টাচার্য বলেন, “শাসকদলের কয়েকজন নেতা স্কুলে চড়াও হয়ে রঙ পরিবর্তন করতে বলে। আজ দেখা গেল সকুলের বাইরের গেরুয়া রং এর উপর অন্য কালার রং করা হচ্ছে। স্কুল-কলেজের কী রং হবে এটা স্কুলের বিষয় এখানে রাজনীতি, আমরা তীব্র প্রতিবাদ করছি।’’ স্কুল পরিচালন কমিটির সভাপতি সুকান্ত আদক জানান, “আমরা ক্যাটালগ দেখে রং করতে বলি। কিন্তু রং মিস্ত্রি আলাদা কালার করেছে। বিষয়টি রং মিস্ত্রীকে জানানোর পর ওরা বাইরের রং টা পরিবর্তন করে দেয়। এর মধ্যে রাজনীতির অভিসন্ধি নেই।’’
এর আগেও রং-রাজনীতি নিয়ে বিতর্ক কম হয়নি। সরকারি ভবন,সেতু, রাস্তার রেলিং স্টেডিয়াম, ট্যাক্সিতে লেগেছে নীল-সাদা রং।নীল-সাদা হয়েছে আস্ত রাস্তা। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক দানা বাঁধে। রাজ্যের থিম রং নীল-সাদা। তাই মেট্রোর পিলার-গার্ডারে নীল-সাদা রং করার আবেদন জানিয়ে রেল বিকাশ নিগমকে চিঠি দেন কলকাতার মেয়র। বাড়িতে নীল-সাদা রং করলে সম্পত্তি করে ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। তার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়।নীল-সাদার বদলে প্যান্ডেলের রং হয়েছে গেরুয়া।স্রেফ এই কারণেই দুয়ারে সরকারের ক্যাম্প বাতিল করার অভিযোগ উঠেছে মালদার গাজোলে। এবার বিতর্ক পাঁশকুড়ার স্কুলে।
আরও পড়ুন: Dilip Ghosh: 'স্বাস্থ্যমন্ত্রীকে শো কজ করা উচিত,' 'ভুল চিকিৎসা' প্রসঙ্গে মন্তব্য দিলীপের