পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ায় হাসপাতালেই 'ধর্ষণ', যাচ্ছে জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের। মামলা দায়ের করে চলতি সপ্তাহেই পাঁশকুড়া যাচ্ছে NCW.

Continues below advertisement

আরও পড়ুন, একসময় গ্রেফতার হয়েছিলেন যাদবপুরের এই প্রাক্তনী, এবার স্পেনে ফেরার আগে অনামিকার রহস্যমৃত্যু নিয়ে কী বললেন হিন্দোল মজুমদার ?

Continues below advertisement

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে, ধর্ষণের অভিযোগে ধৃত ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় SUCI. আর জি কর-কাণ্ডের ছায়া এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।ফের সরকারি হাসপাতালের ভিতরে ধর্ষণের অভিযোগ!ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের কর্মীদের নিরাপত্তা!

রাতে ডিউটির সময়, ওষুধ দেওয়ার নাম করে, হাসপাতালের ফাঁকা ঘরে ডেকে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার করা হয়েছে হাসপাতালের ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। এই অভিযোগ সামনে আসার পরই, মঙ্গলবার হাসপাতালের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল অস্থায়ী কর্মী বলেন, জাহির এখানে হাসপাতালে ডিউটি করা অবস্থায়, স্টাফদের উপর অত্যাচার করত দিনের পর দিন। এমনকী মেয়েদেরকে নিয়ে রুমের মধ্যে জোরপূর্বক ভাবে যাকে বলে একপ্রকার ধর্ষণ করত। পরে হাসপাতালের গেটেও বিক্ষোভ দেখান তাঁরা।

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মী  কিশোর মাদুলি বলেন, ওঁকে সবাই ভয় করত, ভয় করত যে আমাকে চাকরি থেকে বের করে দেবে, মারবে, আমার টাকা কেটে নেবে। আমাকে অ্যাবসেন্ট করে দেবে।কারও হাত আছে, না হলে এতো বড় কাজে হাত দেবে না। কোনও রাজনীতির নাম নেব না আমরা। ' চার জনের জায়গায়, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একজন সহকারী সুপার রয়েছেন।ফলে, নজরদারি নিয়েই প্রশ্ন উঠছে। ধৃত জাহির আব্বাস খান ফেসিলিটি ম্যানেজার হিসেবে কাজের পাশাপাশি, হাসপাতালের আধিকারিকদের যাতায়াতের গাড়ি সরবরাহ করতেন। এমনকী তাঁর একাধিক অ্যাম্বুল্যান্সও চলে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। ভয়াবহ অভিযোগ সামনে আসার পর, সুপারকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় সেই প্রসঙ্গও টেনে আনেন অস্থায়ী কর্মীরা। 

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)