পূর্ব মেদিনীপুর : ত্রাণ নিয়েও 'টানাটানি', বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। খেজুরিতে বিজেপির বিধায়কের সঙ্গে তৃণমূলের পঞ্চয়েত সদস্যের বচসার অভিযোগ। ত্রাণ বিলির নামে প্রচারে আসার অভিযোগে তৃণমূলের বিক্ষোভ। 'ত্রাণ শিবির পরিদর্শনে গেলে অশান্তি তৈরির চেষ্টা তৃণমূলের', তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ খেজুরির বিজেপি বিধায়কের।
সম্প্রতি পাঁশকুড়ায় বন্যাদুর্গতদের ত্রাণ বিলিতে পক্ষপাতিত্বের অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃণমূল উপপ্রধানের সঙ্গে হাতাহাতি বেধে যায় বিজেপি পঞ্চায়েত সদস্যের। দু’জনেই আহত হন। তৃণমূল উপপ্রধানকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি পঞ্চায়েত সদস্য। দু’পক্ষই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে। বিজেপির অভিযোগ, প্রতাপনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াপুর এলাকায় বিজেপি পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে সরকারি ত্রাণ বিলি করছিলেন উপপ্রধান। তৃণমূল নেতার ঘরে বেশ কিছু ত্রিপল এবং ত্রাণ লুকিয়ে রাখার অভিযোগ তুলে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। প্রতিবাদ করায় বিজেপি পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, ত্রাণ বিলি নিয়ে বিজেপি রাজনীতি করছে।
অপরদিকে, চিকিৎসকদের সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য কমিটির উদ্যোগে ডেবরার মলিহাটিতে স্বাস্থ্য শিবির করা হয়েছে। বন্যা বিধ্বস্ত ওই এলাকায় প্রচুর শিশু ও বয়স্করা ফুসফুস ও ত্বকের সংক্রমণে আক্রান্ত। ৬০০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়।কলকাতা জেলা কমিটি মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক ও সম্পাদক নীলরতন নাইয়া বলেন, 'মানুষ সাথে থাকলে আমরা বিচার পাব। আন্দোলনের মাঝপথে ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন এলাকা বন্যাগ্রস্ত হয়ে পড়ে। আন্দোলন জারি রাখার পাশাপাশি বন্যা বিধ্বস্ত এলাকায় সাধারণ মানুষের চিকিৎসার জন্য এখানে এসেছি।' টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা।
এই পরিস্থিতিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিয়েই বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবিরে ছুটে যাচ্ছেন। এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার মলিহাটিতে হেলথ ক্যাম্প করল চিকিৎসকদের সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টার।
আরও পড়ুন, অন্ডালের খাদান কালীর মাহাত্ম্যের কথা জানলে অবাক হতে হয়, 'মনস্কামনা পূরণ করেন..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।