বিটন চক্রবর্তী, কোলাঘাট: কোলাঘাটের নোনাচক গ্রামে পেট্রোল-ডিজেলের গোডাউনে আগুন (Fire)। মজুত করা তেল বেআইনিভাবে বিক্রির অভিযোগ। মজুত তেলে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই বাড়ির মধ্যে থাকা ২টি বাইক ও সরঞ্জাম। অগ্নিকাণ্ডে তেলের ট্যাঙ্ক ফেটে ভয়ঙ্কর শব্দ। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বেপাত্তা বাড়ির মালিক, অসুস্থ ১, ভর্তি করা হয়েছে হাসপাতালে। 


পেট্রোল-ডিজেলের গোডাউনে আগুন: দুপুর ১ টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর ,বেশ কয়েক বছর ধরে বাড়ির মধ্যে তেল মজুত করে রাখতেন শুকদেব প্রামাণিক নামে এক ব্যক্তি। বেআইনি ভাবে সেই তেল নিয়েও চলত ব্যাবসা। সূত্রের খবর, এই তেল মজুত রাখার পর তা দিয়ে চলত বেআইনি ব্যাবসা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ভেতরে থাকা দুটি বাইক ও ভেতরে থাকা সমস্ত সরঞ্জাম পুড়ে যায়। তেলের টাঙ্ক ফেটে বিকট শব্দ সৃষ্টি হয়। এরপর স্থানীয়রা খবর দেয় কোলাঘাট থানায়। কোলাঘাট থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিনের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কর্মরত একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে স্থানীয় সূত্রে খবর। তাঁকে কোলাঘাটের পাইকপারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বেপাত্তা বাড়ির মালিক। 


একইদিনে ৩ জেলায় বিধ্বংসী আগুন। জলপাইগুড়ির ধূপগুড়ি শহরের সুপার মার্কেটে বিধ্বংসী আগুন। ভস্মীভূত দোকান এবং গোডাউন। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাঁচরাপাড়ার ভূতবাগান এলাকায় বিধ্বংসী আগুন। ভস্মীভূত হয়ে যায় কাঠের আসবাব তৈরির বেশ কয়েকটি দোকান। ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলের ৪টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট হওয়ায় আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান দমকলের।


এদিকে দোলের দিন হাওড়ায় ৩ টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। উলুবেড়িয়া থেকে বাগনানের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা বাইকের। ৩ জন বাইক আরোহীর মধ্যে মৃত্যু ২ জনের, মৃতদের বাড়ি বাগনানের কালিকাপুরে। উলুবেড়িয়া আসার পথে কৈজুড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টে ধাক্কা বাইকের, মৃত ১। আমতায় ২টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৩ যুবকের। মৃতদের বাড়ি আমতা ও ডোমজুড়ে। 


আরও পড়ুন: Kuntal Ghosh: কমন ফ্রেন্ডের সূত্রে পরিচয়, নিয়েছিলেন টাকা ধার, দাবি কুন্তল-ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর