আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী,পূর্ব মেদিনীপুর: খেজুরিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। তৃণমূল কর্মীদের মারধর, তৃণমূলের পার্টি অফিস গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলনেত্রীর নির্দেশে শুক্রবার খেজুরি যাচ্ছে তৃণমূলের ৪ সদস্য়ের প্রতিনিধি দল। 


ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে, বৃহস্পতিবার রাজভবন পৌঁছোন শুভেন্দু অধিকারী। যেখানে, পুলিশি বাধা ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আর এরইমধ্য়ে, বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে, শুক্রবার পূর্ব মেদিনীপুরের খেজুরি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। সূত্রের খবর, তৃণমূলনেত্রীর নির্দেশে, এই দল শুক্রবার খেজুরির ২ নম্বর ব্লকের জন্কা গ্রামে যাবে। দলে থাকছেন, তৃণমূলের নন্দীগ্রামের দায়িত্বে থাকা কুণাল ঘোষ, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী, জেলা পরিষদের সভাধিপতি, উত্তম বারিক। 
 
খেজুরি বিধানসভা কেন্দ্রটি কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবারের লোকসভা ভোটে, কাঁথি কেন্দ্রে ৭ লক্ষ ৬৩ হাজার ১৯৫ ভোট পেয়ে তৃণমূলের উত্তম বারিককে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। তৃণমূলের অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই, খেজুরিতে তৃণমূল কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। ভাইরাল হওয়া এই ভিডিওতেও দেখা গেছে বেধড়ক মারধরের দৃশ্য়। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বিজেপি। যাতে আহত হন তৃণমূলের একাধিক কর্মী। 


খেজুরি নিচকসবা গ্রাম পঞ্চায়েত  তৃণমূল সদস্য গণেশচন্দ্র প্রামাণিক বলেন,হঠাৎ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের টেনে হিঁচড়ে মারধর করে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। পুলিশের গাড়িতে আমাদের প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেয়। পুলিশের নিরাপত্তায় বাড়িতে আছি। আমার কোমরে চোট লেগেছে, ঘাড়ে চোট লেগেছে। তৃণমূলের পার্টি অফিসও গেরুয়া রং করে দেওয়া হয়। বৃহস্পতিবার পার্টি অফিস পুনরুদ্ধার করে তৃণমূল। 


আরও পড়ুন, বাংলার ১০ জেলায় কমল পেট্রোলের দর, আজ কলকাতায় কত ?


 তৃণমূল কংগ্রেস খেজুরি ব্লক সভাপতি সমদ্ভব দাস বলেন,ভোট পরবর্তী হিংসা বিজেপির কর্মীবন্ধুরা তারা আমাদের ৭টি দোকান বন্ধ করেছিল। সেই সয় আমাদের পার্টি অফিস জোর করে দখল নিয়েছিল। প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা। প্রশাসন এসে দোকানগুলো খুলেছে। এই প্রেক্ষিতে আক্রান্তদের সঙ্গে দেখা করতে শুক্তবার খেজুরি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এবারের ভোটে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত, ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য়ে ৬টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। শুধুমাত্র পটাশপুরে প্রায় সাড়ে ৮ হাজার ভোটে এগিয়ে আছে তৃণমূল। যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তৃণমূলের উত্তম বারিক। 
 
 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।