'এই ক’টা লোক! মুখ্যমন্ত্রী! ছ্যা ছ্যা ছ্যা' ...
রাস্তার পাশে এক জায়গায়, সভামঞ্চে ভাষণ দিচ্ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পাশ দিয়ে যাওয়ার সময়, সভা নিয়ে কটাক্ষ করেন সায়নী। গাড়ি থেকেই খেলা হবে স্লোগান দেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। ব্যস এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই সায়নী ঘোষের গাড়ি ধাওয়া করেন বিজেপি কর্মীরা। । এরপর ত্রিপুরার ঘটনাক্রম জানা। সায়নীকে গ্রেফতার। অভিষেক সহ তৃণমূল নেতাদের আগরতলায় যাওয়া। প্রতিবাদ। খুনের চেষ্টার অভিযোগে ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতা-নেত্রীরা। গ্রেফতারের পর, গতকাল রাতে আগরতলা পশ্চিম মহিলা থানায় রাখা হয় সায়নীকে। থানা চত্বরে কড়া নিরাপত্তা। এদিন থানায় গিয়ে সায়নীর সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সুস্মিতা দেব, অর্পিতা ঘোষরা। থানা থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, রাজধর্ম পালন করছে না ত্রিপুরা পুলিশ। রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করা হচ্ছে। ভয়াবহ পরিস্থিতি, মন্তব্য ব্রাত্য বসুর। সোমবার সন্ধেয় অবশেষে জামিন।
অন্যদিকে, পাল্টা শুভেন্দুর গাড়ি ঘিরে কুরুচিকর স্লোগান দেওয়ার অভিযোগে। পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার সামনেই হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে আজ মারিশদা থানা ঘেরাও অভিযান কর্মসূচি রয়েছে বিজেপির। সায়নীর এই গ্রেফতারি নিয়ে সোমবারই ঝাঁঝালো বক্তব্য প্রকাশ করে বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষ বলেন, ওখানে গিয়ে চমকালে ধমকালে এটাই হবে। ত্রিপুরায় তৃণমূল নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। তিনি আরও বলেন, শুনেছি তৃণমূলের অনেকেই ত্রিপুরা যাওয়ার টিকিট কেটেছিল। পরে বাতিল করেছে। কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের
সায়ন্তন বসুর মন্তব্য, 'কাল থেকে তৃণমূল যে রাজ্যে যাবে, কাউকে ঢুকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, ২৫-৩০ জনকে কালো পতাকা নিয়ে দাঁড় করিয়ে দেব। ওঁর সরকারি অনুষ্ঠানে বিঘ্ন ঘটাব। পশ্চিমবঙ্গের বাইরে কোথাও অস্তিত্ব নেই। '
এরপরই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অভিকারীকে ঘিরে কুরুচিকর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার সামনে। পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
Suvendu Adhikari : ত্রিপুরায় ধুন্ধুমারের মাঝেই মেদিনীপুরে শুভেন্দুর গাড়ি ঘিরে 'কুরুচিকর স্লোগান', আজ প্রতিবাদ কর্মসূচি বিজেপির
abp ananda
Updated at:
23 Nov 2021 07:01 AM (IST)
Slogan Against Suvendu Adhikari: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অভিকারীকে ঘিরে কুরুচিকর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার সামনে। পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
Suvendu Adhikari : ত্রিপুরায় ধুন্ধুমারের মাঝেই মেদিনীপুরে শুভেন্দুর গাড়ি ঘিরে 'কুরুচিকর স্লোগান'
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
23 Nov 2021 07:01 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -