ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। আজ সাতসকালে মর্মান্তিক দুর্ঘটানর সাক্ষী হল বাংলা। এদিন বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃৃত্যু হল চারজনের।


দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৭টা নাগাদ মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়া গাড়ির। বাসের চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ। গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কি না, খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃত ব্যক্তিদের পরিচয় সামনে এসেছে।চার বন্ধু মিলে গতকাল রাতে ছোট গাড়ি চেপে দীঘায় উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।  তাঁরা হলেন ভীমপুর থানার শিমুলিয়ার বাসিন্দা সুমন ঘোষ, শুভম সাহা, শুভঙ্কর ঘোষ ও নারায়ণপুরের বাসিন্দা তাপস কর্মকার। মৃত সুমন ঘোষ বাস কন্ডাক্টর। আজ সকালে মৃত্যু সংবাদ পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


পূর্ব মেদিনীপুরের এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন,' জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব - সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।' 


তবে সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল পুরুলিয়াও। পুরুলিয়ার নিতুড়িয়ায় টোটো ও মোটরবাইকে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল ৫ জনের। আহত হয়েছিব ১১ জন। রাত সাড়ে ৯টা নাগাদ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটেছিল। পুরুলিয়ার দিক থেকে বরাকরের দিকে যাওয়ার সময়, বেপরোয়া লরি প্রথমে টোটো ও পরে একটি বাইকে ধাক্কা মারে। মৃত্যু হয়েছিল টোটোর ৩ যাত্রী ও ২ মোটরবাইক আরোহীর। লরির ধাক্কায় জখম হয়েছিলেন পথচারীরাও। লরি আটক হলেও, চালক পলাতক হয়ে পড়েছিলেন। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। 


আরও পড়ুন, আজ বাংলায় ৬ জেলায় কমল পেট্রোলের দর, কলকাতায় এখনও ১০০ এর উপরে ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।