কলকাতা: চলতি মরশুমে আইপিএল (IPL 2024) থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস। তবে দুই ম্যাচ হারের পর রাজস্থান রয়্যালসকে পরাজিত করে জয়ের সরণিতে ফিরেছে পাঞ্জাব (RR vs PBKS)। বুধবার গুয়াহাটিতে পাঁচ উইকেটে জয় পেয়েছে স্যাম কারানের নেতৃত্বাধীন দল। কারান নিজে চ্যালেঞ্জিং পিচে অসাধারণ হাফসেঞ্চুরি করে দলের জয় সুনিশ্চিত করেন। এই ম্যাচে বল হাতে দুই উইকেট নেন হর্ষল পটেল (Harshal Patel)। এই দুই উইকেটের সুবাদেই পার্পল ক্যাপের (IPL 2024 Purple Cap) দৌড়ে শীর্ষে পৌঁছে গেলেন হর্ষল।


যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং হর্ষল পটেল, উভয়ের দখলেই ২০টি করে উইকেট থাকলেও, বুমরার ইকোনমি কম হওয়ায় তিনিই তালিকায় এগিয়ে ছিলেন। তবে বর্ষাপাড়া স্টেডিয়ামে দুই উইকেট নিয়েই হর্ষল সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে পার্পল ক্যাপের মালিক হয়ে গেলেন। তাঁর দখলে আপাতত ১৩ ম্যাচে ২২ উইকেট রয়েছে। 


কী এই পার্পল ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। প্রত্যেক ম্যাচের পর তা বদলেও যেতে পারে। অর্থাৎ, যখন যে দলের ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। একইভাবে বোলারদের জন্যও রয়েছে বিশেষ স্বীকৃতি। আইপিএলে প্রত্যেক মরশুমে সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া হয় পার্পল ক্যাপ। অরেঞ্জ ক্যাপের মতোই পার্পল ক্যাপ নিয়েও বেশ হাড্ডাহাড্ডি টক্কর হয়। 


১৯.৪৫-র গড়ে এই ২২ উইকেট নিয়েছেন হর্ষল। তবে তাঁর ইকোনমি ৯.৫২ খানিক বেশি। বুমরা ১৬.৮০ গড়ে ৬.৪৮-র দুর্দান্ত ইকোনমিতে নিজের ২০টি উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে। বুমরার পরেই তালিকায় তৃতীয় কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার বরুণ চক্রবর্তী। বরুণের দখলে রয়েছে ১৮টি উইকেট। তারপরে রয়েছেন ১৭ উইকেট নেওয়া রাজস্থানের যুজবেন্দ্র চাহাল। পাঁচে থাকা খলিল আমেদেরও দখলে ১৭ উইকেট রয়েছে। তবে চাহালের ৯.৩৮ থেকে খলিলের ৯.৫৮ ইকোনমি খারাপ হওয়ায় তিনি তালিকায় আপাতত চাহালের পরেই রয়েছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আচমকা সংক্রমণ, IPL-এর মাঝেই দেশে ফিরতে হল রাবাডাকে, কী এই সেলুলাইটিস? কতটা ভয়ের?