ঋত্বিক প্রধান, দিঘা (পূর্ব মেদিনীপুর) : ফের পূর্ব মেদিনীপুরের (East Midnapur) সমুদ্র সৈকত দিঘায় (Digha) বেড়াতে এসে পর্যটকের (Tourist) মৃত্যু (Death)। জানা গেছে, দিঘায় কাঁকড়া (Crabs) খেয়ে অসুস্থ  হয়ে পড়েন ওই তরুণী পর্যটক। সেই অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত পর্যটকের নাম দীপিকা ভগৎ। তাঁর বয়স ১৯ বছর। দিদি জামাইবাবু সহ পরিবারের সঙ্গে দিঘার সমুদ্র সৈকতে (Digha Sea Beach) বেড়াতে এসেছিলেন দীপিকা। 


বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন।  এরপর রাত নয়টা নাগাদ সমুদ্রের ধারে বসে জামাইবাবু সঙ্গে কাঁকড়া ভাজা খেয়েছিলেন। ওই কাঁকড়া খাওয়ার পরই সমুদ্র সৈকতেই অসুস্থ অনুভব করেন ওই তরুণী।সঙ্গে সঙ্গে  তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে আসা হয়। আর এর কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।  এই নিয়ে দিঘাতে কাঁকড়া খেয়ে চারজনের মৃত্যুর ঘটনা ঘটল। প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগ সামুদ্রিক কাঁকড়া খাওয়ার ফলে বিষক্রিয়াজনিত কারণে অসুস্থতা ঘটছে। 


চিকিৎসকরা জানাচ্ছেন,  অনেকের এলার্জি থাকে এবং ঠিকমতন সমুদ্র সৈকতে যে কাঁকড়াগুলো ভেজে খাওয়ানো হয় পর্যটকদের, সেগুলি সবসময় ঠিকমতো পরিশোধিত নাও হতে পারে। সেটাই এই মৃত্যুর কারণ বলে তাঁরা মনে করছেন।দিঘার রাজ্য সাধারণ হাসপাতালে সুপার ডঃ সন্দীপ বাগ বলেন, এই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। প্রায় মাসখানেক আগে একইভাবে এক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। আজ তারই পুনরাবৃত্তি ঘটল। প্রশাসনের মহলে নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তাঁরা কেননা বেশ কিছুদিন ধরে সমুদ্রের ধারে পর্যটকদের নানা রঙের মাছ এবং কাঁকড়া  খাওয়ানো হয়। যার ফলে অনেক পর্যটকও অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। তবে খাদ্য দপ্তরের নজর অভাব রয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে। সেই সঙ্গে রাত পোহালে বড়দিন এবং বহু পর্যটকের ঢল নামবে দিঘায়। তাই এই বিষয়টিতে প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করছেন এলাকার মানুষ।