বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: চুরির টাকায় বিলাসবহুল জীবন। হলদিয়া থেকে দিল্লি। পুলিশের খাতায় দাগী চোর হিসেবে নাম রয়েছে। এ হেন দুষ্কৃতীকেই গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকলক্ষ টাকার সোনার গয়না, নগদ টাকা, বহুমূল্য বিদেশি ঘড়ি-সহ অন্য সামগ্রী।
পেশা চুরি। নেশা বিলাসবহুল জীবন কাটানো। কখনও সোনার গয়না, কখনও টাকাপয়সা, আবার কখনও বহুমূল্য বিদেশি ঘড়ি অথবা দামি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা দিল মহম্মদের বিরুদ্ধে।
শেষপর্যন্ত পুলিশের জালে দাগী দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, ৮-১০ বছর আগে অপরাধ জগতে নাম লেখায় নন্দীগ্রামের কেন্দামারির দিল মহম্মদ। গতবছর চুরির অভিযোগে নন্দীগ্রামের বাড়ি থেকে দিল মহম্মদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সেখানে চুরির ঘটনায় মাসছয়েক জেলও খাটে সে। জামিন পেয়ে মাসতিনেক আগে রাজ্যে ফেরে ওই দুষ্কৃতী। হলদিয়ার ব্রজলালচকে বাড়ি ভাড়া নেয়।
হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডের কথায়, দিল্লিতে সীমাপুরী এলাকায় থাকত। ওখানেই সে চুরি করা শিখেছে। গতবছর দিল্লি পুলিশ রেড করে নন্দীগ্রাম থেকে গ্রেফতার করে দিল্লিতে মিনিমাম ৬টা কেস রয়েছে।
এরই মধ্যে পুরনো পেশায় ফিরে যায় ওই দাগী দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, বুধবার হলদিয়ার ক্ষুদিরাম নগরে একটি বাড়িতে চুরি হয়। ওই বাড়ির সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে মোটরবাইক নিয়ে ঘোরাফেরা করতে দেখে মোবাইল ফোনে ছবি তুলে রাখেন স্থানীয় এক ব্যক্তি। ওই ছবি দেখেই দুষ্কৃতীর মোটরবাইক সনাক্ত করা হয়। চুরির কিনারা করে পুলিশ।
হলদিয়া এসডিপিও রাহুল পাণ্ডে আরও জানিয়েছেন, পাশের বাড়িতে একটি লোক ছবি তুলে রাখে। বাইকের কিছুটা দেখা যায়। তার সূত্র ধরেই ব্রজলালচকের বাড়ি থেকে গ্রেফতার।
গ্রেফতার করে দিল মহম্মদকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ দেড়লক্ষ টাকা, কয়েকলক্ষ টাকার সোনার গয়না, নামী ব্র্যান্ডের বিদেশি ঘড়ি ও দামী মোবাইল ফোন। এই চক্রে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে হলদিয়া থানার পুলিশ।