বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: তীব্র গরম কাটিয়ে অবশেষে স্বস্তি রাজ্যবাসীর। কলকাতাসহ নানা জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি (Kalbaisakhi)। আর তারইমাঝে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়গপুরে। রাস্তার উপরে থাকা তোরণ ভেঙে তার নিচে চাপা পড়ে প্রাণ হারালেন এক যুবক।
কালবৈশাখী ঝড়ে মৃত্যু যুবকের-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীব্র গরমের পর শনিবার সন্ধ্যেতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আছড়ে পড়ে কালবৈশাখী সহ তীব্র ঝড়। আর এই ঝড়ের দাপটে ভেঙ্গে পড়ে জাতীয় সড়ক সহ রাজ্য সড়কের লোকেশন মার্কিং লোহার তোরণ। জানা যাচ্ছে, খড়গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায় তোরণ ভেঙ্গে তার নিচে চাপা পড়ে মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়ক। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুপ হুই। বছর বত্রিশের এই যুবকের মৃত্যুর ঘটনার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়কে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভেঙে পড়া তোরণ সরিয়ে দেয় । পাশাপাশি যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন - West Midnapore News: তালা বন্ধ ক্লাসরুম, বারান্দায় বসে পরীক্ষা ক্ষুদে পড়ুয়াদের
প্রসঙ্গত, কালও দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পাশাপাশি ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে। পাশপাশি আজ থেকে বুধবার পর্যন্ত রাজ্যে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ধীরে হলেও শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী কয়েকদিন। অন্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী সপ্তাহের শুরুর দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।