দিঘা (পূর্ব মেদিনীপুর)  :  নিউ দিঘার (New Digha) হোটেলে ভয়াবহ আগুন (Fire In Hotel)। ভিক্টোরিয়া হোটেলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 


দমকল বাহিনীর পক্ষ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।  প্রথমেই হোটেলের কর্মী ও স্থানীয়রাই পর্যটকদের বের করে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসে বিশাল পুলিশ বাহিনী ও দমকল। হোটেল খালি করে দেওয়া হয়। হোটেলে কেউ আটকে নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।  হোটেলে ৪০-৪২ টি রুম রয়েছে।  


জানা গেছে, এই সময় দিঘায় পর্যটক খুব বেশি নেই। ওই হোটেলেও পর্যটক খুবই কম ছিল। আগুন লাগার পর হোটেলের পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁরা কোনওরকমে বেরিয়ে আসার চেষ্টা করেন। কেউ কেউ কার্নিস বেয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কেউ সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। সবমিলিয়ে অগ্নিকাণ্ডে দিশেহারা হয়ে পড়েন তাঁরা। জানালার কাঁচ ভেঙে পর্যটকদের উদ্ধার করার চেষ্টা করা হয়। 


প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, হোটেলের দোতলার সিঁড়ির কাছে প্রথমে আগুন লাগে। হোটেলে লোকজন কম থাকায় নজর এড়িয়ে যায়। এরইমধ্যে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ছুটে আসেন আশেপাশের লোকজন। প্রাথমিকভাবে নজর এড়িয়ে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখা যায়।


রামনগরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, ওই হোটেলে বিদ্যুতের কাজ চলছিল। সেখান থেকেই কোনওভাবে আগুন লেগে যায়। হোটেলে গুটিকয় পর্যটক ছিলেন। ওই পর্যটক ও হোটেলের কর্মীদের দ্রুত সরিয়ে আনা হয়। তাঁরা সবাই নিরাপদে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বলেও তিনি জানিয়েছেন। হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা পরবর্তী সময়ে প্রশাসন খতিয়ে দেখবে বলে তিনি জানিয়েছেন।


বিস্তারিত আসছে...