বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভে দুই আইএনটিটিইউসি নেতা গ্রেফতার হওয়ার পর, এবার টাটা স্টিলে (Tata Steal) শ্রমিক বিক্ষোভ (Worker Protest)। আজ সকালে হুগলি মেটকোক ডিভিশনের ঠিকা শ্রমিকরা বেতন বৃদ্ধি-সহ অন্যান্যা দাবিতে বিক্ষোভ দেখান।


বিক্ষোভকারীদের দাবি, গতকাল আইএনটিটিইউসি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি মালিকপক্ষের কাছে যে চার্টার অফ ডিমান্ড অথবা দাবি সনদ পেশ করেছেন তা শ্রমিক স্বার্থবিরোধী। অবিলম্বে তা প্রত্যাহার করে শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন দাবি সনদ তৈরি করতে হবে। এই দাবিতে এদিন কারখানার গেটে একঘণ্টা বিক্ষোভ দেখান শ্রমিকরা। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ অথবা আইএনটিটিইউসি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


হলদিয়ায় (Haldia) এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ (Labour Protest) ঘিরে উত্তেজনা। ইন্ধনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের ২ শীর্ষ নেতাকে। ২ নেতা-সহ চারজন অন্তর্বর্তী জামিন পেয়েছেন ইতিমধ্যেই। ধৃত নেতাদের সাসপেন্ড করেছে আইএনটিটিইউসি (INTTUC) নেতৃত্ব। তৃণমূলের শ্রমিক সংগঠনের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদেও রদবদল করা হয়েছে। ধৃত তাপস মাইতির পরিবর্তে নতুন জেলা সভাপতি হয়েছেন শিবনাথ সরকার। বিশেষ পর্যবেক্ষক পদও খারিজ করা হয়েছে। 


ঘটনায় এক্সাইড কর্তৃপক্ষের অভিযোগ, গত কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভের জেরে উত্পাদন ব্যাহত হচ্ছে। কয়েকজন ঠিকা শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ঠিকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয়। এ নিয়ে হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করে এক্সাইড কর্তৃপক্ষ। তার ভিত্তিতেই দুই ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত শ্রমিকদের জেরায় উঠে আসে আইএনটিটিইউসি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়ায় আইএনটিটিইউসি-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপর কারখানা বন্ধে বিশৃঙ্খলা ও উস্কানির অভিযোগে দুই আইএনটিটিইউসি নেতাকেও গ্রেফতার করে পুলিশ। 


এ দিকে, শ্রমিক বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে আইএনটিটিইউসি-র দুই শীর্ষ নেতাকে গ্রেফতারের পর তত্পর রাজ্যের শাসকদল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বৈঠক করবে তৃণমূলের শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব। সেই কারণে গতকালই হলদিয়ায় পৌঁছন শ্রমমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।