ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: প্রতিষ্ঠা দিবসের দিনই খেজুরি কলেজে (Khijuri College) অশান্তি। স্থানীয়দের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্য্যাম্পাস। বিক্ষোভকারীদের দাবি, কলেজ নির্মানের জন্য জমি দিয়েছিলেন তারা, কিন্তু মেলেনি প্রাপ্যটুকু। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার আশ্বাস প্রশাসনের।
বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুরের খেজুরি কলেজের ২৪তম প্রতিষ্ঠা দিবস, আর এই দিনই বিক্ষোভ-আন্দোলনে অশান্ত হয়ে উঠল কলেজ-চত্বর। এ দিন কলেজের বাইরে বিক্ষোভ দেখান স্থানীয় বেশ কয়েকজন।
তাঁদের দাবি, ২৪ বছর আগে, কলেজ নির্মাণের সময়, তাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছিল অভিযোগ, প্রাপ্য টাকা পাননি জমিদাতারা। অবিলম্বে চাকরি বা প্রাপ্য টাকার দাবিতে এদিন আন্দোলন করেন বাসিন্দারা।
এক বিক্ষোভকারীর কথায়, আমদের প্রথম দাবি, আমরা কর্মসংস্থান চাই। দ্বিতীয় দাবি, আমাদের জায়গা ন্যায্যমূল্য প্রাপ্তি চাই। আরেকজন বলছে, জোর করে জমি অধিগ্রহণ করেছিল বলে বলেও পাইনি। তাই এই কর্মসূচি। এদিকে, বিক্ষোভের জেরে, ব্যাহত হয় কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান।
খেজুরি কলেজের, প্রিন্সিপালের কথায়, আগে এরকম অনুষ্ঠান হয়নি। যাঁরা জায়গা দিয়েছে.. তারাই হয়তো করেছে। আন্দোলনের রাস্তা ঠিক নয়।
খেজুরি কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট পার্থপ্রতিম দাসের কথায়, আমরা কাউকে অসম্মান করিনি। আমিই প্রথম প্রতিষ্ঠা দিবস পালনের উদ্যোগ নিই। জমর ব্যাপারে জানতামই না। চাইলে আলোচনায় বসব। এ প্রসঙ্গে, খেজুরি ২ নম্বর ব্লকের BDO জানিয়েছেন, তিনি খোঁজখবর নিয়ে বিষয়টি দেখছেন। এনিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবেন তিনি।
আরও পড়ুন: Kolkata Crime: শহরে ব্যবসায়ীর থেকে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ, কাঠগড়ায় ১ সরকারি কর্মী-সহ ৪সি
সিন্ডিকেট রাজের অভিযোগ নেতার: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ নির্মাণের কাজে ঠিকাদারদের বাধা দেওয়া হচ্ছে। সিন্ডিকেটরাজ চলছে। মদত রয়েছে দলেরই একাংশের। জলপাইগুড়িতে বিস্ফোরক দাবি তৃণমূলের পঞ্চায়েত উপ প্রধানের। যদিও জেলা সভানেত্রীর দাবি, দলে কোনও কোন্দল নেই।
স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে জলপাইগুড়িতে তৈরি হচ্ছে মেডিক্যাল কলেজ। কিন্তু সেই কাজেও সিন্ডিকেটের রমরমা কারবার। যে অভিযোগকে কেন্দ্র করে, তৃণমূলের পঞ্চায়েত উপ প্রধানের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। চাঞ্চল্যকর বিষয় হল, ঠিকাদারদের কাজে বাধা ও সিন্ডিকেটরাজ চলার পিছনে দলেরই একাংশের মদত রয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল নেতা।
জলপাইগুড়ির বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপ প্রধান কৃষ্ণ দাসের কথায়, সিন্ডিকেটরাজ কাজ করছে। কে বা কারা ইচ্ছাখুশি রেট দিতে হবে, এটা তীব্র বিরোধিতা করছি। এখানে গুন্ডাগিরি করতে দেব না। আমাদের কিছু লোকেরা ও নেতার মদত আছে সেটা পরিষ্কার।
২০২০ সালে জলপাইগুড়ি জেলা হাসপাতালকে, মেডিক্যাল কলেজে উন্নীত করার ঘোষণা করা হয়। সেই অনুযায়ী, টিবি হাসপাতাল পাড়ায় তৈরি হচ্ছে অ্যাকাডেমিক বিল্ডিং। বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কৃষ্ণ দাসের অভিযোগ, সেখানে ঠিকাদারদের কাজে বাধা দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।