বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: তমলুক পুরসভায় (Tamluk Municipality) নির্দল কাঁটা সরাতে কড়া বার্তা দিলেন এলাকার তৃণমূল বিধায়ক ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র (TMC MLA and Minister Soumen Mahapatra)। চার নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর (Independent Candidate) নাম নিয়ে সতর্ক করলেন তিনি। যদিও নির্দল প্রার্থী তাতে আমল দিতে নারাজ। এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
সেচমন্ত্রী ও তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র বলেছেন, সবাই জানে যার নেই কোনও দল, সেই হয় নির্দল। ৪ পুরসভার ভোটে ১৫১ জন নির্দল ছিলেন একজনও জিততে পারেননি।
পুরভোটের মুখে নির্দল অস্বস্তি পিছু ছাড়ছে না তৃণমূলের। সম্প্রতি হয়ে যাওয়া চার পুরভোটের ফল তুলে ধরে, এবার দলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে এভাবে সতর্ক করলেন খোদ তৃণমূল বিধায়ক ও মন্ত্রী।
তমলুক পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর ভানু সাহার পরিবর্তে এবার বিমল ভৌমিককে প্রার্থী করেছে দল। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওই ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমে পড়েছেন ভানুপদ সাহা। তৃণমূল প্রার্থীকে হারাতে কর্মীদের নিয়ে প্রচারও শুরু করেছেন তিনি। এই আবহে তাঁকে কড়া বার্তা দিলেন খোদ তৃণমূল বিধায়ক ও মন্ত্রী।
সৌমেন মহাপাত্র বলেছেন, আমাদের দল আপনাকে প্রতীকটা দিয়েছিল বলে বড়াই করে সবার কাছে গিয়ে প্রচার করেছিলেন যে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আজকে আমাদের দল সবাইকে সব জায়গায় প্রার্থী করতে পারবে এমন কোনও কথা নেই। এতদিন কাউন্সিলরের মান প্রতিপত্তি সম্মান নিয়ে এখন পিছন থেকে ছুরি মারবেন না।
যদিও নির্দল প্রার্থী এতে আমল দিতে নারাজ। তিনি বলেছেন, আমি দীর্ঘদিন ধরে দল করছি। ৪ নম্বর ওয়ার্ড থেকে আমি তিনবার ও আমার স্ত্রী কল্পনা সাহা একাধিকবার কাউন্সিলর হয়েছে।দল এবার প্রার্থী করেছে বিমল ভৌমিককে।কর্মীদের উৎসাহে আমি নির্দল থেকে দাঁড়িয়েছি।
তমলুক পুরসভা নির্বাচনে শাসকদলের নির্দলকাঁটা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেখাই যাচ্ছে, তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।
২০২১ এর বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখে, ২০ ওয়ার্ডের তমলুক পুরসভায় ১২টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে রয়েছে ৮টি ওয়ার্ডে।