Ration Card List: করোনার সময় গরিব ও অভাবীদের বিনামূল্যে রেশন দিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, সরকারের সাধু উদ্যোগেও হানা দিয়েছে অসাধু কারবার। অনেক ক্ষেত্রেই ওজনের চেয়ে কম রেশন দিয়েছেন ডিলাররা। যদি আপনার সঙ্গে এই বিষয় ঘটে থাকে তাহলে করুন এই কাজ।


Ration Card Update: কাকে জানাবেন অভিযোগ ?
এই সমস্যা কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে টোল ফ্রি নম্বর জারি করেছে। যার মাধ্যমে আপনি ডিলারদের কম রেশন দেওয়ার বিষয়ে অভিযোগ করতে পারেন। আপনারও যদি এমন কোনও সমস্যা হয়, তাহলে অবিলম্বে এই নম্বরগুলো আপনার ফোনে সেভ করা উচিত।


করোনায় বিনামূল্যে রেশন দিয়েছে সরকার


দেশবাসীর দুঃখ লাঘব করতে রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে রেশনের দুর্নীতি কমাতে দেওয়া হয়েছে অভিযোগের নম্বর। বর্তমানে খাদ্য বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দু-বছর ধরে কোভিডকালে বিনামূল্যে রেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। দেশের কোটি-কোটি মানুষ পেয়েছে এই বিনামূল্যে রেশনের সুবিধা। তাই রেশন ডিলার পরিমাণে কম দিলে অভিযোগ জানান এই নম্বরে।


আপনার রাজ্য কোন নম্বর জেনে নিন -


অন্ধ্রপ্রদেশ - 1800-425-2977


অরুণাচল প্রদেশ - 03602244290


অসম - 1800-345-3611


বিহার- 1800-3456-194


ছত্তিশগড়- 1800-233-3663


গোয়া- 1800-233-0022


গুজরাত- 1800-233-5500


হরিয়ানা - 1800-180-2087


হিমাচল প্রদেশ - 1800–180–8026


ঝাড়খণ্ড - 1800-345-6598, 1800-212-5512


কর্ণাটক- 1800-425-9339


কেরালা- 1800-425-1550


মধ্যপ্রদেশ - 181


মহারাষ্ট্র- 1800-22-4950


মণিপুর- 1800-345-3821


মেঘালয়- 1800-345-3670


মিজোরাম- 1860-222-222-789, 1800-345-3891


নাগাল্যান্ড - 1800-345-3704, 1800-345-3705


ওড়িশা - 1800-345-6724 / 6760


পাঞ্জাব - 1800-3006-1313


রাজস্থান - 1800-180-6127


সিকিম - 1800-345-3236


তামিলনাড়ু - 1800-425-5901


তেলেঙ্গানা - 1800-4250-0333


ত্রিপুরা- 1800-345-3665


উত্তরপ্রদেশ - 1800-180-0150


উত্তরাখণ্ড - 1800-180-2000, 1800-180-4188


পশ্চিমবঙ্গ - 1800-345-5505


দিল্লি - 1800-110-841


জম্মু - 1800-180-7106


কাশ্মীর - 1800-180-7011


আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ - 1800-343-3197


চণ্ডীগড় - 1800–180–2068


দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ - 1800-233-4004


লাক্ষাদ্বীপ - 1800-425-3186


পুদুচেরি - 1800-425-1082 


অফিশিয়াল লিঙ্ক দেখুন
আপনার রাজ্যের টোল ফ্রি নম্বর ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টালের https://nfsa.gov.in/portal/State_UT_Toll_Free_AA এই লিঙ্কটিতে গিয়ে আপনি সমস্ত রাজ্যের নম্বরগুলি দেখতে পাবেন।


অনলাইন রেশন কার্ড তৈরি করুন
আপনি যে রাজ্যে থাকেন সেই রাজ্যের নিয়ম অনুসারে আপনি আপনার রেশন কার্ড অনলাইনে তৈরি করতে পারেন। এর জন্য আপনার রাজ্যের ফুড পোর্টাল বা ওয়েবসাইটে যান ও প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। এখানে আপনাকে সব প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপরে আপনার রেশন কার্ড তৈরি হবে।