বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর):  হলদিয়া শিল্পাঞ্চলে সিটুর জেলা সম্মেলন। তাকে ঘিরেই তুঙ্গে রাজনৈতিক তরজা। হলদিয়ায় বিজেপির ভোটব্যাঙ্কে ভাগ বসাতে তৃণমূলের সহযোগিতায় এই সম্মেলন, এমনই অভিযোগ বিজেপির। মানতে নারাজ শাসক দল। সিটুর দাবি, তাদের লড়াই তৃণমূল ও বিজেপি দু’জনের বিরুদ্ধেই।


শহরজুড়ে লাল পতাকা। তৃণমূল পরিচালিত পুরসভার প্রেক্ষাগৃহে সিপিএমের শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন।রবিবার হলদিয়ার হাজরামোড়ে সিটুর অষ্টম জেলা সম্মেলন ঘিরে  শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর পিছনে রাজনীতির অন্য সমীকরণ খুঁজছে গেরুয়া শিবির।২০২১-এ বিধানসভা ভোটে তৃণমূলের হাতছাড়া হয়েছে হলদিয়া।তৃণমূল প্রার্থী স্বপন নস্করকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির তাপসী মণ্ডল। তৃতীয় স্থানে রয়েছে বামেরা।


এই পরিস্থিতিতে, প্রথমবার হলদিয়ায় আয়োজিত হল সিটুর জেলা সম্মেলন। আর এ নিয়েই শুরু হয়েছে তরজা। বিজেপির ভোট ব্যাংকে ভাঙন ধরাতেই, তৃণমূলের সহযোগিতায় এই সম্মেলন, এমনই অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধানসভা নির্বাচনে হলদিয়ায় বিজেপি জিতে যাওয়ায় ভয় পেয়েছে তৃণমুল। আমরা কোনও রাজনৈতিক কর্মসূচি করলে নানান বাধায় পড়তে হয়, সেখানে বামেরা তৃণমুলের সহযোগিতায় এই সম্মেলন করছে। সামনে হলদিয়া পুরসভার ভোট, তার আগে বিজেপির ভোটব্যাংক ভাঙার এটি একটি চক্রান্ত। 


বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তাদের রাজনৈতিক কর্মসূচি করার অধিকার আছে। আর বিজেপির সঙ্গে বামেদেরই সখ্যতা বেশি। বিজেপির অভিযোগ ভিত্তিহীন।


তবে সিটুর দাবি, তাঁদের লড়াই দুই দলেরই বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর সিটুর সম্পাদক সুব্রত পণ্ডা বলেছেন, আমাদের লড়াই তৃণমূল ও বিজেপির জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে। 


বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে কয়েকদিন আগেই দাবি করেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি। যদিও তৃণমূল মিথ্যা প্রচার করছে বলে দাবি করেছিলেন তাপসী। এবার সিটুর জেলা সম্মেলন ঘিরে সরগরম শিল্পাঞ্চল।