অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া : হাওড়া ময়দানে মেট্রো (Howrah Maidan Metro) প্রকল্পের পার্কিং তৈরিতে দেখা দিয়েছে নতুন সমস্য়া। অন্য়ত্র সরতে আপত্তি জানিয়েছেন ব্য়বসায়ীদের একাংশ। পাশাপাশি ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা। এনিয়ে KMRCL ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। 


ফের ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে নতুন জটিলতা ! ক্ষতিপূরণ বাড়ানোর দাবিতে সরব হলেন হাওড়া ময়দানের ব্য়বসায়ীদের একাংশ। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের পাশে, বড়সড় পার্কিং তৈরির কথা ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Railways Authority)। কিন্তু সমস্য়া দানা বেঁধেছে এই এলাকার শ্রী মার্কেটের ব্য়বসায়ীদের নিয়ে। এখানে মেট্রো প্রকল্প শুরুর সময় ১২৯ টি দোকান অন্য়ত্র সরানো হয়। তখন বলা হয়েছিল ৩ বছরের জন্য় সরানো হচ্ছে। যার ক্ষতিপূরণ বাবদ প্রত্য়েক দোকান মালিককে ৫৫ হাজার টাকা ও দোকানের এলাকা অনুযায়ী প্রতি স্কোয়ার ফিটে ২৫০ টাকা করে দেওয়ার কথা বলা হয়। 


কিন্তু মেট্রোর রুট বদল তারপর করোনা সহ বিভিন্ন কারণে, ৩ বছর এখন ১৩ বছরে এসে দাঁড়িয়েছে। এরইমধ্য়ে পার্কিং তৈরির জন্য়, ব্য়বসায়ীদের এই জায়গা থেকে সরিয়ে অন্য়ত্র নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। তা নিয়ে আপত্তি জানাচ্ছে ব্য়বাসায়ীদের একাংশ। তাঁদের বক্তব্য় বারবার স্থান বদলে ব্য়বসার ক্ষতি হচ্ছে। পাশাপাশি ক্ষতিপূরণের পরিমান বাড়ানোরও দাবি তুলেছেন তাঁরা। 


সম্প্রতি হাওড়া জেলা প্রশাসন ও KMRCL-এর সঙ্গে ব্য়বসায়ী সমিতির বৈঠক হয়। কিন্তু তাতে সমাধান সূত্র বেরোয়নি। ব্যবসায়ীরা যেমন দাবি করছেন, এত বছরের ব্যবসা, এভাবে সরতেই বললেই সরে যাওয়া যায় না বলে। তেমনই পাল্টা KMRCL-র দাবি, নির্দিষ্ট মাপের বাইরে এভাবে ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো যায় না। গোটা বিষয় নিয়ে কলকাতা মেট্রোর মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, 'আমাদের রেলের কিছু নিয়ম আছে। যদি উচ্ছেদ হয়, তা হবে নিয়ম মেনে।'


এদিকে, কিছুদিনের মধ্য়েই হাওড়া ময়দান থেকে এসপ্ল্য়ানেড পর্যন্ত রুটে, কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনের কথা রয়েছে। যার আগে এভাবে নতুন ধাক্কার জেরে মেট্রো পরিষেবা চালুর প্রক্রিয়া ফের পিছিয়ে যাবে কি না, সেটাই এখন দেখার।       


আরও পড়ুন- 'দিল্লি যাব, প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি' জানালেন মুখ্যমন্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে