অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:
নিউ গড়িয়া ( New Garia ) থেকে রুবি পর্যন্ত মেট্রোর ( Metro Rail ) পরিষেবা কবে শুরু , এই নিয়ে উৎসাহের শেষ নেই। বহু মানুষের সুরাহা হবে এই পরিষেবা চালু হলে। তবে এবার সুখবর পাওয়া সময়ের অপেক্ষা মাত্র।  ইস্ট-ওয়েস্ট মেট্রোর ( East West Metro ) হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশ ও জোকা-তারাতলা মেট্রোর মাঝেরহাট পর্যন্ত অংশের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেগুলি পূরণ হলে তবেই ছাড়পত্র মিলবে বলে জানা গিয়েছে। 


মেট্রো যাত্রীদের জন্য় সুখবর। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর পরিষেবা শুরুর জন্য় কমিশনার অফ রেলওয়ে সেফটির পর এবার চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটিরও ছাড়পত্র মিলল। পরিকাঠামো পরিদর্শনের পর এই অংশের মেট্রো পরিষেবা শুরুর ছাড়পত্র দিলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। নিয়ম অনুযায়ী চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে ছাড়পত্র মেলার ৩ মাসের মধ্য়ে বাণিজ্য়িকভাবে পরিষেবা শুরু করতে হয়। ফলে দ্রুত পরিষেবা চালু হবে বলে মেট্রো রেল সূত্রে খবর। 

মেট্রো রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ' নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা শুরুর ছাড়পত্র মিলেছে। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র দিয়েছেন।' 

মেট্রোর চতুর্থ লাইনে পরিষেবা শুরুর জন্য় ছাড়পত্র মিললেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা রুটে গঙ্গার নিচের অংশের ক্ষেত্রে ফের কিছু শর্ত দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। গত ডিসেম্বরে এই অংশের পরিকাঠামো দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন জনক কুমার গর্গ। সূত্রের খবর, এবারও পরিদর্শনের পর হাওড়া স্টেশনে ঢোকা-বেরনোর মুখ চওড়া করা, স্টেশনে চিহ্নিতকরণ সহ কিছু শর্ত দিয়েছেন তিনি। মেট্রো সূত্রের খবর, চলতি মাসের মধ্য়েই শর্ত পূরণ করে রিপোর্ট পাঠানো হবে।


এর আগে ডিসেম্বরে মেট্রোর এই অংশ পরিদর্শন করে কমিশন অফ রেলওয়ে সেফটির একটি দল। কিন্তু, পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলটি। মোট ১৮টি খামতি তুলে ধরা হয়। এর জেরে চিফ কমিশনার অফ রেওলওয়ে সেফটি পরিদর্শনে আসেননি।                


আরও পড়ুন, ভোটের আগে বড় ঘোষণা! 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'দ্বিগুণ' বাড়ল ভাতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে