সুদীপ্ত আচার্য, কলকাতা: শিয়ালদা মেইন লাইনে (Sealdah Main Line) একের পর এক ট্রেন বাতিল (Local Trains Cancelled)। নৈহাটি-রানাঘাটের রেল লাইনে কাজ চলছে। তার জন্যই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। বলা হয়েছে, হালিশহর-নৈহাটির লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন বাতিল। এই ১২ ঘণ্টায় শিয়ালদা মেইন লাইনে ৪২টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত। 


শিয়ালদা মেইন লাইনে একাধিক ট্রেন বাতিল


পূর্ব রেলের (Eastern Rail) শিয়ালদা ডিভিশন জানিয়েছে, নেহাটি থেকে রানাঘাট পর্যন্ত যে তৃতীয় লাইনে কাজ চলছে, তার জন্য হালিশহর এবং নৈহাটির মাঝে আজ ট্রাফিক এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। রাত ১০টা থেকে আগামী কাল সকাল ১০টা পর্যন্ত চলবে এই অবস্থা। তাতে মোট ৪২টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে। 


আরও পড়ুন: ৩০ দিনের বেশি গৃহহীনদের ৫ লক্ষ, ভাড়াটেদের ১.৫ লক্ষ, বউবাজারে ঘোষণা ফিরহাদের


পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নেহাটি এবং ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে মেইন লাইনে আর যে ট্রেন চলে, যেমন কল্যাণী লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল-সহ অনেক লোকাল ট্রেনই বাতিল থাকবে। একই সঙ্গে কিছু ট্রেনের গন্তব্যপথে কাটছাঁট করা হচ্ছে। আজ রাত ১০টা থেকেই তা শুরু হয়ে যাচ্ছে। তবে কিছু লোকাল ট্রেন চলবে। আজ কৃষ্ণনগর থেকে রাত ৯টায় যে ট্রেন ছাড়ার কথা ছিল, তা থাকছে না। তবে লালগোলা প্যাসেঞ্জার থাকছে। 


১২ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে লাইন


পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আরও জানিয়েছে, মোট ৪২টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে। এর ফলে যাত্রীরা সমস্যায় পড়বেন বটে। কিন্তু যাত্রীদের সুবিধার জন্যই এমন সিদ্ধান্ত। এতে যোগাযোগ আরও উন্নত হবে। তাই নোটিস দিয়ে ট্রেন বাতিল করা হচ্ছে। শনি  এবং রবিবার, সপ্তাহের যে দুই দিন যাত্রীর সংখ্যা তুলনামূলক কম থাকে, সেই দুই দিনই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলেও জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রে।


এর আগে, শুক্রবার হলদিয়া-পাঁশকুড়া রুটে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনের বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি। আচমকাই বিকট শব্দ করে, ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে হলদিয়া-হাওড়া লোকাল। যাত্রীরা আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করলে কয়েকজন আহত হন। স্থানীয় সূত্রে খবর, রেলের বিদ্যুতের তার ছিঁড়েই বিপত্তি ঘটে।  আজ সকাল ৭টা নাগাদ ওই ঘটনা ঘটে।