কলকাতা: মেট্রোর (Kolkta Metro) কাজ যে পদ্ধতিতে চলছে, তাতে আলগা হয়ে যাচ্ছে মাটি। তার জেরেই বউবাজার এলাকায় বার বার বিপত্তি দেখা দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে এমনই দাবি করলেন কলকাতা পৌরসভার (KMC) মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এখন থেকে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (Kolkata Metro Rail Corporation) যে কাজই করুক না কেন, আগামী তা পৌরসভা এবং কলকাতা পুলিশকে জানাতে হবে বলেও জানালেন তিনি। একই সঙ্গে ৩০ দিনের বেশি গৃহহীন মানুষকে ৫ লক্ষ এবং ভাড়াটে ও দোকানের কর্মীদের ১.৫ লক্ষ টাকা করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে দেওয়া হবে বলে জানান ফিরহাদ।


বউবাজারের বাসিন্দাদের আর্থিক সাহায্য দেবে মেট্রো


বউবাজার বিপর্যয় নিয়ে শনিবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, শহর কলকাতার মেয়র, কেএমআরসিএল কর্তৃপক্ষ ছাড়া রেল বোর্ডের কর্তারাও ছিলেন বৈঠকে। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন মমতা। সেখানেি সকলকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন তিনি। এর পরই বউবাজার পৌঁছন ফিরহাদ। সেখানে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন। বার বার এলাকার বাসিন্দাদের খবর নিয়েছেন। লাগাতার যে হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের, তার সুরাহা করার নির্দেশ দিয়েছেন।"


ফিরহাদ আরও বলেন, "মেট্রোর কাজে মাটি আলগা হয়ে যাচ্ছে। তার জন্যই ফাটল দেখা দিচ্ছে বার বার (Bowbazar House Crack)। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কাউন্সিলর, লোকাল ওসি, পৌরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের লোকজন এলাকায় শিবির করে থাকবেন। স্থানীয় বাসিন্দাদের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখবেন সকলে।"


আরও পড়ুন: SSC Scam: ‘টাকার পাহাড়ে ভাবমূর্তি নষ্ট, খারাপ চোখে দেখছেন মানুষ’, মুখ খুললেন অর্জুনও


একই সঙ্গে এ বার থেকে কলকাতা নেট্রো কর্তৃপক্ষ কোনও কাজ হাত দিলে, আগাম তা পৌরসভআ এবং পুলিশকে জানাতে হবে বলেও জানিয়ে দেন ফিরহাদ। তিনি বলেন, "এ বার থেকে এমন কোনও কাজ করার ক্ষেত্রে আগামী পৌরসভা এবং কলকাতা পুলিশকে জানাতে হবে। এই ভাঙছে, ফাটল ধরছে, রাতারাতি সকলকে হোটেলে না তুলে, ১০ হোক, ১৫ হোক, বা ২০ দিন আগে জানাতে হবে আমাদের। আমরা সকলকে হোটেলে শিফ্ট করে দেব।" 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বউবাজারে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়র। মেট্রোর কাজের জন্য ফের বউবাজারে পর পর বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তা নিয়ে শনিবার নবান্নে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মেট্রোর কাজের জন্য কেন বারবার বিপত্তি? তা নিয়ে বিশদ আলোচনা হয়। খ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে ছিলেন রেল-কেএমআরসিএলের প্রতিনিধিরাও। সেখানেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়রকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন তিনি।  সেই মতো ঘটনাস্থলে পৌঁছন সকলে। তাঁদের সঙ্গে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের প্রতিনিধিরাও। 


মমতার নির্দেশে বউবাজারে ফিরহাদ


বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হয়েছে। মেট্রো সূত্রে খবর, নতুন করে মাটি ক্ষয় হয়নি। এই মুহূর্তে ওই এলাকায় মাটির শক্তি বাড়ানো অর্থাৎ গ্রাউটিংয়ের কাজ চলছে। অন্যদিকে, মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের আরও কয়েকটি বাড়ি আজ খালি করার সম্ভাবনা। বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই বউবাজারের ওই এলাকা থেকে দেড়শোরও বেশি বাসিন্দাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।