অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ (Non-Interlocking) চলছে।  ৫২ ঘণ্টা ধরে এই কাজ চলবে বলে জানিয়েছিল পূর্ব রেল (Eastern Railway)। আজ রবিবার, তার দ্বিতীয় দিন। যার জেরে আজও চরম ভোগান্তির শিকার হওয়ার আশঙ্কা নিত্য যাত্রীদের।     


কতদিন চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ?                     


শুক্রবার মাঝরাত থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত শিয়ালদা মেন (Sealdah Main Section) ও শিয়ালদা-বনগাঁ শাখায় (Sealdah Bongaon Section) ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও। শতাধিক লোকাল ট্রেন বাতিল হওয়ায় রবিবার ছুটির দিন হলেও যাত্রী দুর্ভোগের আশঙ্কা রয়েছে। শিয়ালদা মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন বাতিল হওয়ায় গতকালও সমস্যায় পড়েছিলেন যাত্রীরা।                  


 





গতকাল কেমন ছিল ছবিটা?


ট্রেন বাতিলে চরম ভোগান্তি। বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ শিকার হলেন দুর্ভোগের। কেউ দীর্ঘক্ষণ আগে বেরিয়েও পৌঁছতে পারলেন না গন্তব্য়ে। কেউ দিতে পারলেন না পরীক্ষা। সব মিলিয়ে গতকাল চূড়ান্ত হয়রানির শিকার হলেন নিত্য যাত্রীরা। শনিবার খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা ছিল রাজ্য়ের একাধিক জেলায়। শতাধিক পরীক্ষার্থী পরীক্ষাই দিতে পারেনি। এক পরীক্ষার্থী রিয়া রায় বলেন, “আমরা বনগাঁ থেকে ৯টা ৫-এ ট্রেন ধরেছি। ট্রেন গণ্ডগোলের জন্য় অশোকনগরে ট্রেন থেমে যাওয়ার কারণে আমরা আসতে পারিনি। কেউ বাসে, কেউ লড়িতে, কেউ অটোতে করে এসে পৌঁচেছে। আামাদেরকে পুলিশ ঢুকতেও দেয়নি। কোনও সাহায্য় করেনি। কোনও রকম সাহায্য় করেনি, কতা বলেনি গেট বন্ধ রেখেছে তখন থেকে।’’ আরেক পরীক্ষার্থী সন্তু ঘোষ বলেন, “সকাল ৫টার ট্রেন ধরে এসেও ৯.৩০-র পরীক্ষাটা দিতে পারিনি। ৯.৩০ তে রিপোর্টিং টাইম ছিল। ফুড এস আই এর পরীক্ষাটা দিতে পারলাম না।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Lok Sabha Elections 2024: 'রক্ত দিয়ে রাজনৈতিক হোলি আর নয়' হিংসা রুখতে কড়া বার্তা রাজ্যপালের