Train Cancel: আগামীকাল বহু ট্রেন বাতিল এই শাখায় ! জরুরি ঘোষণা পূর্ব রেলের, ট্রাফিক ও পাওয়ার ব্লকের জের..

Eastern Railway Howrah Division Train Cancelation : ট্রেন নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ ঘোষণা পূর্ব রেলের, কতটা সময়ের জন্য এবং কোন কোন ট্রেন বাতিল তালিকায় রয়েছে, দেখুন একনজরে

Continues below advertisement

হাওড়া: ট্রেন নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ ঘোষণা পূর্ব রেলের। আগামীকাল হাওড়া ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য, ট্রেন নিয়ন্ত্রণ করা হবে। কতটা সময়ের জন্য এবং কোন কোন ট্রেন বাতিল তালিকায় রয়েছে, দেখুন একনজরে।

Continues below advertisement

পূর্ব রেল সূত্রে খবর, সীমিত উচ্চতার সাবওয়ের জন্য, আরসিসি বক্স সেগমেন্ট এবং বেস স্ল্যাব স্থাপন করতে, হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ-কাটোয়া শাখায় খাগড়াঘাট রোড এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে, লেভেল ক্রসিং নাম্বার ২৪/ এ/ ৯-তে, আগামীকাল শনিবার ৬ ঘণ্টার জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।

 

আরও পড়ুন, 'মহিলা কনস্টেবলকে শ্লীলতাহানি..', গ্রেফতার এবার খোদ DIB পদে কর্মরত পুলিশ অফিসার !

Continues below advertisement
Sponsored Links by Taboola