কলকাতা: হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণ কাজের জেরে বাতিল একাধিক ট্রেন। যার জেরে প্রভাব পড়তে পারে পরিষেবা। পূর্ব রেল সূত্রে খবর, এই কাজের জন্য হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রাফিক ব্লক করতে হবে। ফের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। 


আগামী রবিবার অর্থাৎ ১৬ মার্চ এই ট্রাফিক ব্লক করা হবে। যার জন্য একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। 


বাতিল ট্রেনের তালিকা



  • হাওড়া থেকে: ৩৬০৩৩, ৩৬৮২৩

  • চন্দনপুর থেকে: ৩৬০৩৪

  • বর্ধমান থেকে: ৩৬৮৩৬ 


সময় পরিবর্তন



  • ৩৬৮২৫ হাওড়া - বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন) হাওড়া থেকে ১১টা ২২ মিনিটে পরিবর্তে ১১টা ৫০ মিনিটে ছাড়বে। 

  • ৩৬৮৩৮ বর্ধমান - হাওড়া লোকাল (ভায়া কর্ড লাইন) বর্ধমান থেকে সকাল ১১টা ৪৮ মিনিটে পরিবর্তে ১২টা ১৫ মিনিটে ছাড়বে। 


ট্রেন চলাচল নিয়ন্ত্রণ



  • ৩৭৮১২ বর্ধমান - হাওড়া লোকাল (ভায়া মেন লাইন) মাঝে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। 



এদিকে শুক্রবার দোল যাত্রা উপলক্ষে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ৬৫টি  ইএমইউ (লোকাল  ট্রেন) বাতিল থাকবে। পূর্ব রেল সূত্রে খবর, এইসব ট্রেনগুলোর মধ্যে বেশিরভাগই সকালের দিকে লোকাল ট্রেন রয়েছে।



  • হাওড়া- বর্ধমান কর্ড লাইনে আপ এবং ডাউনে ১৩টি

  • হাওড়া- বর্ধমান মেন লাইনে আপ এবং ডাউনে ৫টি

  • হাওড়া - ব্যান্ডেল আপ এবং ডাউনে ১৫টি

  • হাওড়া - শেওড়াফুলি আপ এবং ডাউনে ১০টি  

  • হাওড়া - তারকেশ্বর আপ এবং ডাউনে ৮টি

  • হাওড়া- শ্রীরামপুর আপ এবং ডাউনে ৪টি 

  • বর্ধমান - কাটোয়া আপ এবং ডাউনে ৪টি

  • নৈহাটি - ব্যান্ডেল আপ এবং ডাউনে ৬টি 


দোল উপলক্ষে একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে শিয়ালদা শাখায়। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দোল যাত্রা উপলক্ষে বিশেষ করে যাত্রী সংখ্যা সকালের দিকে কম হওয়ায়, শুক্রবার ১৪ মার্চ শিয়ালদা শাখার কিছু সাবর্বান ট্রেনের পরিষেবার বাতিল থাকবে। মেন লাইন ও সেন্ট্রাল শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে। ট্রেন বাতিলের তালিকায় রয়েছে সার্কুলার, সিসিআর এবং শিয়ালদা দক্ষিণ শাখাও। একইভাবে আজ দোলযাত্রায় কম সংখ্যায় চলবে মেট্রোও। ব্লু লাইনে মিলবে ৬০টি পরিষেবা, গ্রিন লাইন-১-এও ২২টি পরিষেবা ও গ্রিন লাইন-২-এ ৪২টি পরিষেবা পাওয়া যাবে।                      


আরও পড়ুন: TMC MLA Attack Suvendu Adhikari: "যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও ঠুসে দিতে পারি'' মন্তব্যে অনড় হুমায়ুন কবীর