কলকাতা: সিজিও কমপ্লেক্সে ফের মানিক (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে (Tapas Mandal) ইডির (ED) জিজ্ঞাসাবাদ। এই নিয়ে পরপর ৩ বার, শিক্ষক নিয়োগ মামলায় ফের মানিক-ঘনিষ্ঠকে ইডির তলব। সূত্রের খবর, তাপস মণ্ডলের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ইডির। উল্লেখ্য, এর আগে বারাসাতে তাপস মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।
সূত্র মারফত খবর, মানিক ভট্টাচার্যের নির্দেশ মেনে কীভাবে কাজ করতেন তাপস ? জানতে চায় ইডি। মানিকের বিরুদ্ধে অফলাইনে ছাত্র পিছু ৫ হাজার করে নেওয়ার অভিযোগ। প্রায় ৬০০ কলেজের কত ছাত্রের কাছ থেকে টাকা আদায় ? এনিয়েও জানতে চায় ইডি। সূত্রের খবর, ৬৫৪টি বেসরকারি ডিইএলইডি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তাপস মণ্ডল। সেই কলেজ সংক্রান্ত তথ্য চেয়ে তাপস মণ্ডলকে ফের তলব। তাপসের বিরুদ্ধে বারবার জিজ্ঞসাবাদেও সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ।
মানিক ভট্টাচার্যর দুর্নীতির দোসর তাপস মণ্ডল ? প্রভাব খাটিয়ে বারবার ছেলের সংস্থাকে কাজের সুযোগ পাইয়ে দিয়েছেন মানিক ? স্বেচ্ছাসেবী সংস্থাকে ঢাল করে বেসরকারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ? ইডি সূত্রের দাবি, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি ইনস্টিটিউট চালাতেন তাপস। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানিকের ছেলের সংস্থাকে ৩ কোটি দেওয়া হয়। লকডাউনে অনলাইন ক্লাস করানোর জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়। ছাত্রপিছু নেওয়া হয় ৫০০ টাকা। কনসালটেন্সি ও পরিকাঠামো উন্নয়নের জন্য দেওয়া হয় ২ কোটি ৬৪ লক্ষ। মানিকের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে এর আগে জানান তাপস। মহিষবাথানে তাপসের অফিস ও বারাসাতের বাড়িতেও দিনভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন, বাংলায় আসছেন না অমিত শাহ, নবান্নয় মমতা-সাক্ষাৎ আপাতত স্থগিত
প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। এদিকে ED’র স্ক্যানারে রয়েছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ব্যবসায়ী তাপস মণ্ডল। কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে ওঠার পরই তাঁর বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। ED সূত্রে দাবি, বাম আমলে চিটফান্ডের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তাপস মণ্ডল। এখন তৃণমূল আমলে একাধিক বেসরকারি কলেজের মালিক তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সম্পাদকও। ED সূত্রে আরও দাবি করা হয়েছে, তাপস মণ্ডলের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে।