অমিত জানা, পশ্চিম মেদিনীপুর :  ফের একবার খোলা বিদ্যুতের তার কাড়ল প্রাণ। তছনচ হয়ে গেল মা-বাবা-ছেলে-মেয়ের সুখী গৃহকোণ। মা-বাবা-দুই ছেলে মেয়ে। সুখের সংসার ছিল। কিন্তু, শুক্রবারের ঘটনা, তছনছ করে দিল সব । হাইটেনশনের ছেঁড়া তারে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। মাত্র ৩ দিনের ব্যবধানে পশ্চিম মেদিনীপুরে (  Paschim Medinipur ) ফের বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যু! পশ্চিম মেদিনীপুরের বক্সাকুড়ার পরে এবার ঘটনাস্থল, মোহনপুর। 


অভিশপ্ত সেই সন্ধে 
স্থানীয় সূত্রে খবর, গতকাল জমিতে ঘাস কাটতে যান বাবা দুলাল কর। সন্ধের পরও বাবাকে ফিরতে না দেখে তাঁর খোঁজে যান ছেলে বিষ্ণুপদ। বাবাকে পড়ে থাকতে দেখে কী হয়েছে দেখতে ছুটে গিয়েছিলেন ছেলে। কিন্তু অদৃষ্টে ছিল অন্য কিছু। বাবাকে তুলতে গিয়ে ছেলেও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে যান বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। 


চাই শাস্তি, দাবি
হাসপাতালে নিয়ে গেলে বাবা-ছেলে, দু’জনকেই মৃত বলে ঘোষণা করে দেন চিকিত্সকরা। বিদ্যুৎ দফতরে খবর দেওয়া হলেও তারা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। খবর পেয়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, প্রতিক্রিয়া বিদ্যুৎ দফতরের। মৃতদের আত্মীয়দের দাবি, ' বিদ্যুত্‍ দফতরের গাফিলতি। বারে বারে বলেছি, তাও শোনেনি। পুড়ে গিয়েই মৃত্যু। চাই শাস্তি হোক। সকাল থেকে লাইন কেটে পড়েছিল। ব্যবস্থা নেয়নি।' 


এই পরিস্থিতিতে বিদ্যুৎ দফতরের সাফাই, ' আমাদের যে লাইন ছিল, ছিড়ে পড়েছিল। সন্ধে সাড়ে ৬ টায় খবর পাই। তারপরই শাট ডাউন করি।' এছাড়া মৃতদের পরিবারকে সরকারিভাবে অর্থ সাহায্য করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে ।


এর আগে গতকাল উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বিসর্জনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়। প্রতিবাদে ঘোষপাড়া রোড অবরোধ করেন স্থানীয়রা। ফেরিঘাটের কাছে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি থেকে বেরিয়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।  


আজকের শিরোনাম


১। জামিনের আবেদন খারিজ, ১১ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে কেষ্টকে। অনুব্রত যাতে রাজনৈতিক সন্ন্যাস নেন, তাই জেলে রাখতে চাপ দিচ্ছে সিবিআই, অভিযোগ আইনজীবীর। 


২। গরুপাচারকাণ্ডে আদালতের প্রশ্নের মুখে সিবিআই। তদন্ত শেষ করতে কত সময় লাগবে? সম্ভাব্য সময় বলুন। সিবিআইকে প্রশ্ন আসানসোল আদালতের। দ্রুত শেষ করার চেষ্টা করছি, উত্তর সিবিআইয়ের।


৩। মূলধনের থেকে বার্ষিক টার্নওভার কয়েক গুণ বেশি। গরুপাচার মামলায় ধৃত এনামুল হকের তিন ভাগ্নের ৫টি সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য এবার সিআইডি-র নজরে। 


৪। মানিকের দুর্নীতি সম্পর্কে সব জেনেও চোখ বন্ধ করে বসেছিলেন পার্থ। প্রতারণার হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ব্যবস্থাই নেননি তত্কালীন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে দাবি ইডি-র। 


৫। নরেন্দ্রপুরে নাবালকদের লক্ষ্য করে বোমা, জখম ৫ বালক। পিছনে ভেড়ি ও এলাকা দখল ঘিরে তৃণমূলের সংঘাত, অভিযোগ শাসক দলের একাংশের। ধৃতের সংখ্যা বেড়ে ৭।


৬। নৈহাটি-বর্ধমানের পর এবার পশ্চিম মেদিনীপুরের মোহনপুর। ধানজমিতে ছেঁড়া হাইটেনশনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত বাবা-ছেলে। অভিযোগ পেয়েই বন্ধ করা হয় বিদ্যুত্‍ সংযোগ, দাবি বিদ্যুত্‍ দফতরের।


৭। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃত উত্পল নস্কর ছিলেন কলকাতা পুলিশের ASI। বৃহস্পতিবার থেকে CMRI হাসপাতালে ভর্তি ছিলেন পঞ্চাশোর্ধ পুলিশ কর্মী। 


৮। কলকাতা পুলিশের কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন লালবাজার। থানায় থানায় পৌঁছল সিপি-র বার্তা। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা পুরসভার কমিশনারের সঙ্গে আলোচনা সিপি-র।