কলকাতা: আজ সকালে জানানো হলেও গতকাল প্রায় ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেই রাত ১.৫৫ নাগাদ গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), এরপর দু-দিনের ইডি (Enforcement Directorate) হেফাজতে রাখা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এদিন জোকা ইএসআই থেকে বেরোনোর সময়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি’। 


SSC দুর্নীতি মামলায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নাকতলার (Naktala) বাড়ি থেকে ইডি-র হাতে গ্রেফতার হন রাজ্যের তৃণমূলের মহাসচিব ও শিল্প-তথ্য প্রযুক্তি-পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। SSC দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সকালে দিল্লির সদর দফতরে শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডি-র তদন্তকারীরা। এর পরই গ্রেফতার। ইডি সূত্রে খবর, আজই আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর তাঁকে নিজেদের হেফাজতে চায় ইডি।


গতকাল রাতভর নাকতলার বাড়ির দোতলার একটি ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। নীচে ছিল কেন্দ্রীয় বাহিনী ও নেতাজিনগর থানার পুলিশ। সকালে পার্থর বাড়িতে যান তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। গোটা জিজ্ঞাসাবাদ পর্বে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ব্যবহার করতে দেওয়া হয়নি ফোন । ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। সেই সমস্ত সম্পত্তির হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা । 


গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ইডি হেফাজতের পর রাতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি হলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে আইসিসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে । অন্যদিকে, একুশ কোটির বেশি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও (Arpita Mukherjee) । ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হয় অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড় ।