আবির দত্ত, কলকাতা :  নিয়োগ দুর্নীতি মামলায় ( Bengal Recruitment Scam )  ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ( Shantanu Banerjee )  আজ আদালতে পেশ করবে ইডি  ( ED ) । আদালতে পেশের আগে মেডিক্যাল পরীক্ষার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শান্তনুকে। সেখানে গিয়ে মুখ খুললেন শান্তনু। 


ED-র জালে আগেই ধরা পড়েছেন তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, শুক্রবার হুগলির যুব তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  তার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। কিন্তু সব অভিযোগ অস্বীকার করছেন শান্তনু।                       


আদালতে ঢোকার আগে সাংবাদিকদের  শান্তনু বলেন, 'জেলে যারা আছে তাঁরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যা বলার আদালতে বলব। আমি নির্দোষ' বললেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন :


গোটা বাড়ি ৭টি সিসি ক্যামেরায় মোড়া, শান্তনুর সম্পত্তির তালিকা তাক লাগানো


কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, শান্তনুকে নগদে ধাপে ধাপে ৭০-৮০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ। জেরায় শান্তনু দাবি করেন কুন্তল তাঁকে কোনও টাকা দেননি। ইডি সূত্রে দাবি, যুব তৃণমূল নেতা শান্তনু ও তাঁর পরিবারের ২০টি সম্পত্তির হদিশ মিলেছে। এই সম্পত্তি কেনার টাকার উৎস কী, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ
তদন্তকারীরা জানতে চান, তবে কি কুন্তলের দেওয়া টাকাতেই সম্পত্তি কেনা হয়েছিল? শান্তনুর বাড়ি থেকে যে ৩০০ জন চাকরিপ্রার্থীর তালিকা মিলেছিল তাঁদের বেশ কয়েকজনের চাকরিও হয়েছিল। চাকরিপ্রার্থীদের কাছ থেকে শান্তনু কি সরাসরি টাকা নিয়েছিলেন, খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।


অন্যদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অঢেল সম্পত্তির হদিশ পেয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২০টি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। বলাগড়ে শান্তনুর বিলাসবহুল দোতলা বাড়ি রয়েছে।  গোটা বাড়ি ৭টি সিসি ক্যামেরায় মোড়া। বাড়ির বাইরের গ্যারেজে রয়েছে দুটি গাড়ি, বারান্দায় রয়েছে ট্রেডমিল, জিরাটের আসাম রোডে বিলাসবহুল ধাবার হদিশ ! এই ধাবার কর্মীদের দাবি, এই ধাবার মালিক শান্তনু বন্দ্যোপাধ্যায় । বন্ধ ধাবার ভিতরে রয়েছে লাউঞ্জ, হুক্কাবার। ধাবার উল্টোদিকে রয়েছে ইচ্ছেডানা গেস্ট হাউস, এর মালিকও শান্তনু, দাবি স্থানীয়দের। বলাগড়ে বিলাসবহুল রিসর্টের সন্ধান মিলেছে , যার মালিক শান্তনু বন্দ্যোপাধ্যায়।