সৌভিক মজুমদার, কলকাতা: কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তি তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের বিদেশযাত্রায় কোনওরকম বাধা দেওয়া যাবে না। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। ইডি-র আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। 


স্বস্তিতে অভিষেক:
কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।


কী জানিয়েছে সুপ্রিম কোর্ট:
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় কোনওরকম বাধা দেওয়া যাবে না। পাশাপাশি অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে জানাল সুপ্রিম কোর্ট।


আজ জিজ্ঞাসাবাদ নয় মেনকাকে:
কয়লাকাণ্ডে আজ জিজ্ঞাসাবাদ করা হবে না মেনকা গম্ভীরকে। হাইকোর্টের নির্দেশে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতায় ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের। ইডি সূত্রে খবর, আজ মেনকাকে তলব করা হয়নি। তবে পরবর্তীকালে তলব করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।

এর আগেও সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও সোমবার পর্যন্ত যাতে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করা হয়। তা নিয়ে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। এর আগেও অন্তর্বতী রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছিল। এর আগে কয়লাপাচার মামলায় দিল্লিতে অভিষেককে তলব করে ইডি। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। অভিষেকের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি সুপ্রিম কোর্টের।  ফের তা বাড়ানো হল। সম্প্রতি কলকাতায় কয়লাপাচার মামলায় প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগেও দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করেছে CBI। একবার জিজ্ঞাসাবাদ করেছে ED। গত শুক্রবার ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচারকাণ্ডে অভিষেককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। কয়লা পাচার মামলায় ফের ED’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অমিত শাহ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।


আরও পড়ুন: গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ধিক্কার, 'পাপ্পু' পোস্টার নিয়ে মিছিল তৃণমূলের