সৌরভ বন্দ্যোপাধ্যায়,হুগলি: হুগলির উত্তরপাড়ায় পাপ্পু পোস্টার নিয়ে সাতসকালে আজ তৃণমূলের মিছিল। 'উনি আসাতে অপবিত্র হয়েছে, তাই গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ধিক্কার মিছিল' কর্মসূচি পালন করল তৃণমূল। পাল্টা আক্রমণ গেরুয়া শিবিরের। বিজেপির রাজ্য কমিটির সদস্য বলেছেন, 'এদের দুর্নীতি ধুতে গেলে ,পর্যাপ্ত হবে না গঙ্গার জল।'


যেই জায়গায় দাঁড়িয়ে উনি মিথ্যাচার করেছেন, সেখানে সহকর্মীরা আজকে প্রতিবাদ জানিয়েছেন: তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক


রবিবার বিজেপির তরফে একটি কর্মসূচি হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা, বিরোধী দল নেতা, সর্ব ভারতীয় সহ সভাপতি, লোকাল নেতারা পর্যন্ত , এরা মিথ্যে কথা বারবার  বলে মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তাঁদের মিথ্যে কথাগুলির উত্তর দেওয়ার জন্যই আমরা আগামীকাল একটি সভা করব। পাশাপাশি এদিকে উত্তরপাড়ায় আজকে সকালে তৃণমূল নেতা কর্মীদের গলায় 'পাপ্পু' পোস্টার নিয়ে মিছিলের ইস্যুতে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইডি-সিবিআই দ্বারা যেভাবে রাজনৈতিক দলগুলিকে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে উনি বলেছেন, দেশের সবচেয়ে বড় পাপ্পু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যেই জায়গায় দাঁড়িয়ে উনি মিথ্যাচার করেছেন, সেই জায়গাতেই আমাদের দলের সহকর্মীরা আজকে প্রতিবাদ জানিয়েছেন।



আরও পড়ুন,সাতসকালে রানিকুঠিতে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা


পর্যাপ্ত হবে না গঙ্গার জল , এদের দুর্নীতি ধুতে গেলে: বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য


অপরদিকে, বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেছেন,' তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ১১ বছর ধরে যেভাবে দুর্নীতি করেছে, সাধারণ মানুষ সেটা দেখছে। আর এদের এই দুর্নীতি যদি গঙ্গা জল দিয়ে ধুতে হয়, তাহলে আমার তো মনে হয়, শুধু আমাদের পশ্চিমবঙ্গের কেন, গঙ্গার জল যেখানে যেখানে আছে, সব শুকিয়ে যাবে। পর্যাপ্ত হবে না গঙ্গার জল , এদের দুর্নীতি ধুতে গেলে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গঙ্গার জল ঢালতে হবে দুবাই, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর সমস্ত জায়গায়। ছেয়ে গিয়েছে তৃণমূলের দুর্নীতি। সুতরায়, এদের ওশব নাটক করে কিছু লাভ নেই। কিছু একটা বলতে হবে, নিজেদের দুর্নীতি ঢাকতে হবে মানুষের কাছে, মানুষের কাছে একটা বক্তব্য রেখে সেফগার্ড তৈরি করতে হবে, এই খেলাতেই এখন মেতেছে তৃণমূল।'