প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Recruitment Scam )  ধৃত অয়ন শীলের ( Ayan Sil ) পাহাড়-প্রমাণ সম্পত্তির  হদিশ পেল ইডি ( ED ) । সূত্রের খবর, একটা-দুটো নয়, অয়নের ১৬টি ফ্ল্যাট রয়েছে। গত এক সপ্তাহে আরও ৮টি ফ্ল্যাটের কথা জানতে পেরেছেন ইডি-র তদন্তকারীরা। বেশিরভাগ সম্পত্তিই হুগলিতে।



আত্মীয়দের নামে কোটি কোটি টাকায় ফ্ল্যাট


ইডি-র দাবি, নিজের এবং আত্মীয়দের নামে কোটি কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন অয়ন। এছাড়াও, অয়নের নামে-বেনামে প্রায় ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে। অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী এবং অয়নের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের কর্মীদের নামে খোলা হয়েছিল অ্যাকাউন্ট। আজই অয়নের সংস্থার গাড়ি চালক ও এক কর্মীকে তলব করা হয়েছে। তাদের বয়ান রেকর্ড করা হবে। 


অয়নের ছেলের বান্ধবীকেও তলব 


নিয়োগ দুর্নীতির টাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অয়ন শীল। তার কোথায় কী রয়েছে, তার হদিশ পেতে এবার অয়নের ছেলে অভিষেক শীলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি-র দাবি, অয়নের ছেলের সংস্থায় যৌথ অংশীদারি রয়েছে ইমনের। তাঁর বাবা পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা। সেক্ষেত্রে প্রভাব খাটিয়ে কোনও কাজ করা হয়েছিল কি না, জানতে চায় ইডি। এর পাশাপাশি, অয়নের আয় বা বিপুল সম্পত্তি সম্পর্কে তাঁর ছেলের বান্ধবী ইমন কিছু জানেন কি না, তাও জানতে চান ইডি-র তদন্তকারীরা।  


প্রভাবশালী যোগের কথা জানিয়েছেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী?



অয়ন শীলের সঙ্গে দেখা করতে আসতেন একাধিক প্রভাবশালী। একাধিক রাজনৈতিক নেতা। শুধু তাঁরাই আসতেন না, অয়নও তাঁদের কাছে যেতেন। ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি করেছেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী, দাবি ED সূত্রে। ED সূত্রে খবর, গতকাল শ্বেতাকে প্রশ্ন করা হয়, অয়নের সঙ্গে কারা কারা দেখা করতে আসত? উত্তরে শ্বেতা বলেন, একাধিক চেনা মুখ, যাঁদের প্রভাবশালী বলা হয়। ED সূত্রে খবর, ৭-৮ জন রাজনৈতিক নেতার নাম বলেছেন তিনি। শুধু তাঁরাই আসতেন এমনটা নয়, অয়নও তাঁদের সঙ্গে দেখা করত বলে জানিয়েছেন শ্বেতা, দাবি ED সূত্রে।


 সূত্রের খবর, শ্বেতার কাছে জানতে চাওয়া হয়, তিনি অয়নের কাছ থেকে কী কী সুযোগ সুবিধা পেয়েছেন? উত্তরে তিনি জানান, একটা হন্ডা সিটি গাড়ি ও কামারহাটিতে ফ্ল্য়াট। ইডি সূত্রে খবর, গাড়ি ও ফ্ল্য়াট ২টোই অ্য়াটাচ করা হবে। এদিকে, আগেই শ্বেতার ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শ্বেতার নামে একটি বেসরকারি ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট থেকে ৩-৪ কোটি টাকার হয়েছে। ED সূত্রে দাবি, শ্বেতার কাছে এই ট্রানসাকশনের ব্য়াপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, অ্য়াকাউন্টটি তাঁর নামেই খোলা হয়েছিল। কিন্তু তিনি কোনওদিনই কন্ট্রোল করেননি। লেনদেন করেছেন অয়ন। তিনি কিছুই জানতেন না। শ্বেতার দাবি, তিনি অয়নকে ভরসা করেছিলেন। কিন্তু অয়ন তাঁকে ব্য়বহার করেছে। ED সূত্রে দাবি, শ্বেতার কাছে জানতে চাওয়া হয় অয়ন তাঁকে কেন ৪৫ লক্ষ টাকা দিয়েছিল। উত্তরে শ্বেতা জানান, কবাডি সিনেমার জন্য়। কিন্তু সেই সিনেমার কাজ এখনও শেষ হয়নি। ইডি সূত্রে দাবি, শ্বেতার কাছে জানতে চাওয়া হয়, তাঁর সঙ্গে অয়নের কী সম্পর্ক? ED সূত্রে দাবি, উত্তরে শ্বেতা জানান, তাঁরা খুবই ঘনিষ্ঠ ছিলেন। ভালো বনধু। বৃহস্পতিবার ৫ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। এদিকে, আজ অয়নের স্ত্রী, পুত্র ও অয়নের কোম্পানি এবিএস ইনফোজোনের ২ কর্মীকে তলব করেছে ED।