কলকাতা: সন্দেশখালির পর এবার বনগাঁয় শঙ্কর আঢ্যর গ্রেফতারি ঘিরে হামলার ঘটনাতেও রাজ্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করল ED। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ভাঙচুরের ছবি-সহ রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা ই-মেল মারফত অভিযোগ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ, কীভাবে তদন্তে বাধা দেওয়া হয় ED-র আধিকারিকদের, গ্রেফতার করার পর কীভাবে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়। বনগাঁর ঘটনায় রাজ্য পুলিশকে FIR দায়ের করতে বলা হয়েছে ED-র তরফে।


কী ঘটেছে? 


রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির মতোই শুক্রবার তৃণমূল নেতা ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি, তাঁর শ্বশুরবাড়ি, গাইঘাটায় ভাই মলয় আঢ্যর আইসক্রিম কারখানা, কলকাতার মার্কুইস স্ট্রিটে শঙ্কর আঢ্যর বিদেশি মুদ্রা লেনদেনের অফিস-সহ একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। ১৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর, রাত সোয়া ১২টা নাগাদ রেশন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। আর তারপরেই তাঁর বাড়ির সামনে জড়ো হতে শুরু করে অনুগামীরা। শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় মহিলাদের সামনে রেখে ED-র গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। শুরু হয় শাসানি।

সন্দেশখালির ঘটনার পর তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনী। বনগাঁয় তৃণমূল নেতার অনুগামীদের দিকে লাঠি নিয়ে তেড়ে যান CRPF জওয়ানরা। তারই মধ্যে কোনওক্রমে ধৃত তৃণমূল নেতাকে গাড়িতে তুলে এলাকা ছাড়েন দুই ED আধিকারিক। এরপর শঙ্কর আঢ্যর অনুগামীদের রোষ আছড়ে পড়ে ED-র আরেকটি গাড়িতে। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। রাত আড়াইটে নাগাদ শঙ্কর আঢ্যকে নিয়ে সল্টলেকের CGO কমপ্লেক্সে পৌঁছন ED-র আধিকারিকরা।


এদিকে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে একই দিনে ২ বার আক্রান্ত হওয়ার পর আতঙ্কিত কেন্দ্রীয় এজেন্সি। এবার তাদের দফতরেও হামলার আশঙ্কা করছে। এর জন্য সল্টলেকের CGO কমপ্লেক্সের সাততলায় ED অফিসের নিরাপত্তা দ্বিগুণ করার আবেদন জানিয়ে CISF-এর DG-কে চিঠি পাঠানো হয়। তার প্রেক্ষিতে আজ থেকেই বাড়ানো হল নিরাপত্তা। ED অফিসে এতদিন নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৫ জন CISF জওয়ান। আজ থেকে সেই সংখ্যা বেড়ে হল ৩০। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: DYFI Brigade: ব্রিগেডে জনজোয়ার, মীনাক্ষীকে সামনে রেখে সুদিন ফেরার আশায় বুক বাঁধছে CPM