কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার এফআইআর দায়ের করল ইডি। ইডি সূত্রে খবর, এফআইআরে নাম রয়েছে অয়ন শীল ও তার সংস্থার। এদিকে, অয়ন শীলকে খুব শীঘ্রই জেরা করতে পারে সিবিআই।
এফআইআর দায়ের করল ইডি: শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তের পর, এবার পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডেও একসঙ্গে তদন্তে নামল সিবিআই ও ইডি। অপরাধমূলক ষড়যন্ত্র কীভাবে সংঘটিত হয়েছিল তার তদন্ত করবে সিবিআই। অন্যদিকে, আর্থিক লেনদেন এবং, তা থেকে কারা লাভবান হলেন, সেই বিষয়ে তদন্ত করবে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশই বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই-ই।
শুক্রবার আদালতের এই নির্দেশের পর এবার, পুর নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করল ইডি। ভারতীয় দণ্ডবিধির ৪২০,১২০ বি, ৪৬৭ নম্বর ধারায় দায়ের করা হয়েছে এফআইআর । এছাড়াও দুর্নীতিদমন আইনের ৭, ৮, ১২, ১৩ নম্বর ধারাতেও এফআইআর দায়ের করেছে ইডি। এছাড়াও, আর্থিক তছরুপের ধারাতেও দায়ের করা হয়েছে এফআইআর। ইডি সূত্রে দাবি, এফআইআরে নাম রয়েছে অয়ন শীলের নাম রয়েছে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। ইডি সূত্রে দাবি, রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে। বিভিন্ন পুরসভা থেকে ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল।
হালিশহর, বীরনগর থেকে বরানগর, উলুবেড়িয়া, পানিহাটি থেকে কামারহাটি, উত্তর দমদম থেকে দক্ষিণ দমদম, দমদম, ডায়মন্ড হারবার থেকে নিউ ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর- অভিযোগ, যে ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রির মিডলম্যান ছিলেন শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ অয়ন শীল, তার মধ্যে রয়েছে এই পুরসভাগুলিও। এর আগে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় FIR দায়ের করে সিবিআই। অয়ন শীলকে জেলে গিয়ে জেরা করতে চেয়ে মঙ্গলবারই আদালতে আবেদন করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর হওয়ায়, ২-৩ দিনের মধ্যে অয়ন শীলকে জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি, ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়ন শীলকে জেরা করতে চেয়ে, খুব শীঘ্রই আবেদন জানাবে তারাও।
আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি