ব্রতদীপ ভট্টাচার্য, বিরাটি: উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি ইডির। ১০ ঘণ্টা ধরে সুবোধ চক্রবর্তী, তাঁর ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল, নথি।

সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি:
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-র স্ক্যানারে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী। সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় ইডি-র তল্লাশি অভিযান। বিকেল ৪টে চল্লিশ নাগাদ বেরিয়ে যান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। রাজ্যের ৬০টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাতে নাম জড়িয়েছে উত্তর দমদম পুরসভার। সেই মামলার তদন্তে সুবোধ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য, বিরাটির খলিসাকোটা পল্লিতে তাঁর বাড়িতে পৌঁছে যান ইডি-র আধিকারিকরা। সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হাজির হন কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। সূত্রের খবর, পরিবারের সদস্যদের মোবাইল ফোন জমা রেখে শুরু হয় জিজ্ঞাসাবাদ। উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তী। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন তিনি। সামলেছেন পুর প্রশাসকের দায়িত্বও। উত্তর দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর মেয়ে বরানগর পুরসভায় চাকরি করেন আর ছেলে চাকরি করেন উত্তর দমদম পুরসভায়। সূত্রের খবর, প্রভাব খাটিয়েই নিজের ছেলেমেয়েকে পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন কিনা, সেই দিকটিও খতিয়ে দেখছে ইডি।                          


সিবিআই সূত্রে দাবি করা হয়, তাঁর আমলেই উত্তর দমদম পুরসভায় ৫৭ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় হল - সুবোধ চক্রবর্তীর ছেলে এবং মেয়ে - দুজনেই, দুটি পুরসভায় চাকরি করেন। আর এই দুই পুরসভাই রয়েছে কেন্দ্রীয় এজেন্সির স্ক্য়ানারে। ছেলে সুমন চক্রবর্তী উত্তর দমদম পুরসভাতেই পূর্ত বিভাগে কর্মরত। আর মেয়ে ঋতপা থেকে কাজ করেন বরানগর পুরসভায়। সুবোধ চক্রবর্তীর বিরাটির খলিসাকোটা পল্লির বাড়িতে গিয়ে,তাঁকে, তাঁর ছেলে ও মেয়েকে, একসঙ্গে বসিয়ে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী দল।            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Law Career: আইন নিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন? কোন পথে সাফল্য? রইল খুঁটিনাটি