কলকাতা: দুই বছরের খরা কাটিয়ে ফের অনুষ্ঠিত হতে চলেছে 'মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল' (Jio MAMI Mumbai Film Festival)। ২১তম 'জিও মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল' ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। তবে বাঙালি দর্শকের জন্য সুখবর নিয়ে এসেছেন 'দোস্তজী' (Dostojee) পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় (Prasun Chatterjee)। তাঁর ভালবাসার ফসল স্থান পেয়েছে এই মর্যাদাপূর্ণ উৎসবে। শুধু তাই নয়, জনপ্রিয় সংস্থা 'আইএমডিবি'র (IMDb) তরফে এই ছবিকে 'মাস্ট ওয়াচ'-এর (must watch) তালিকায় রাখা হয়েছে। 


IMDb-র 'মাস্ট ওয়াচ' তালিকায় উজ্জ্বল 'দোস্তজী'


বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের উচ্ছ্বসিত পোস্ট। দুটি ছবি পোস্ট করেন তিনি। 'IMDb'-র ফিচার তালিকার স্ক্রিনশট। ক্যাপশনে তিনিই জানান, 'IMDb 'দোস্তজী'কে Jio MAMI মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ দেখার জন্য সেরা দশটি চলচ্চিত্রের মধ্যে অন্যতম হিসেবে বেছে নিয়েছে যা এখন IMDb-তে ট্রেন্ড করছে। আমার সহকর্মী চলচ্চিত্র নির্মাতা এবং তাঁদের টিমকে অভিনন্দন।' এই চলচ্চিত্র যে সকল ছবি দেখানো হবে সেগুলির থেকে বেছে নিয়ে ১০টি ছবির একটি তালিকা তৈরি করেছে IMDb, যেগুলি তাদের মতে দর্শকের দেখা উচিত। সেই তালিকাতেই স্থান করে নিয়েছে প্রসূনের ছবি। এবিপি লাইভের তরফে পরিচালককে ফোন করা হলে তাঁর কণ্ঠে উচ্ছ্বাস স্পষ্ট। প্রসূন চট্টোপাধ্যায় বলেন, 'ভীষণ ভাল লাগছে। IMDb-র সেরা দশের তালিকায় থাকা এবং সেটা এখন ট্রেন্ডিং। খুবই ভাল লাগছে, এর বাইরে সত্যিই কিছু বলার নেই।' তিনি আরও বলেন, 'এটা তো শুধু চলচ্চিত্র উৎসব নয়, এত তাবড় নামের পাশে আমাদের কাজ স্থান পাওয়া গর্বের।'


 



IMDb-র সেরা দশের তালিকায় রয়েছে, হংসল মেহতার 'দ্য বাকিংহাম মার্ডারস', বরুণ গ্রোভারের 'অল ইন্ডিয়া Rank', দেবাশিস মাখিজার 'জোরম', কর্ণ তেজপালের 'স্টোলেন', জয়ন্ত দিগম্বর সোমালকরের 'স্থল', ওয়েন্ডি বেডনার্জের 'ইয়েলো বাস', পাও চয়নিং দরজির 'দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান', প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজী', ঋত্বিক পারিকের 'ডাগ ডাগ'। 


 






২০২২ সালের নভেম্বরে ভারতে মুক্তি পায় 'দোস্তজী'। তার আগে এই ছবি দেশ-বিদেশের অজস্র চলচ্চিত্র উৎসবে ঘুরেছে। জেতে একাধিক পুরস্কার। এই ছবি বঙ্গে তো বটেই, ঝড় তোলে গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসীর মনে। বিদেশের একাধিক স্থানে মুক্তি পায় এই ছবি, ভূয়সী প্রশংসা পায়। প্রথম বাংলা ছবি হিসেবে এটি 'টাইমস স্কোয়্যার'-এর বিলবোর্ডেও স্থান পায়। 


আরও পড়ুন: Dev-Rana Sarkar: 'বাঘাযতীনকে করমুক্ত করা হোক', দেবের সিনেমার জন্য সরকারের কাছে আর্জি রানা সরকারের


দুই খুদে বন্ধুর নিষ্পাপ সম্পর্কের গল্প বলে এই ছবি। 'দোস্তজী' অর্থাৎ দুই বন্ধু, যাদের ধর্ম ভিন্ন, কিন্তু হৃদয় এক। বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে গোটা দেশ যখন হিন্দু-মুসলিম ভেদাভেদে উত্তাল তখন এই দুই খুদের বন্ধুত্ব চোখে জল এনেছে দর্শকের। এবার প্রসূনের এই ছবি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকের মন জয় করতে পারে কি না, সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial