নদিয়া: ব্যাঙ্ক প্রতারণা মামলার (Bank Fraud Case) তদন্তে এবার মাঠে নামল ED। নদিয়া জেলার ৮টি জায়গায় চলছে তল্লাশি। ১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া শান্তিপুরের কন্দখোলায় একটি চালকল এবং আটাকলে হানা দিয়েছেন ED আধিকারিকরা।


ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযান ইডির


হরিণঘাটার সাত শিমুলিয়া, গাংনাপুরের আইশমালিতেও দুটি চালকলে চলছে তল্লাশি। পাশাপাশি, কৃষ্ণনগরের মল্লিকপাড়ায় চাল ব্যবসায়ী প্রদীপ দে-র বাড়ি ও দোকানেও তল্লাশি চালাচ্ছে ED। ধুবুলিয়ার মায়াখোলে চাল ব্যবসায়ী দিলীপ ঘোষের বাড়ি এবং কোতয়ালি থানা এলাকার ভালুকায় ভুসিমাল ব্যবসায়ী কল্যাণ সাধুখাঁ-র বাড়ি ও দোকানে তল্লাশি চলছে। 


রাজ্যে একাধিক প্রতারণার ঘটনা


প্রসঙ্গত, বাইশ থেকে তেইশ সালের রাজ্যে একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে। শুধু ধরণটা হয়তো আলাদা। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিপুল টাকার প্রতারণা করা হয়েছে। গত বছরের শেষে ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ওঠে শহরে। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ১০ মহিলা সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেবার সংস্থার কর্ণধার হাসিবুর রহমানকেও গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। উদ্ধার করা হয়েছিল একাধিক ইলেকট্রনিক গ্যাজেটও। সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিংয়ে অফিস খুলে ‘প্রতারণা’ উঠেছিল। 


ব্যাঙ্ক প্রতারণার বাইরেও একাধিক উদাহরণ


অপরদিকে, ব্যাঙ্ক প্রতারণার বাইরেও একাধিক প্রতারণার উদাহরণ রয়েছে। বাইশ সালের ডিসেম্বরে নিউটাউনে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ মিলেছিল। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছিল ইকো পার্ক থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসে প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কতদূর ছড়িয়ে, তদন্তে নামে ইকো পার্ক থানার পুলিশ। 


আরও পড়ুন, হাতে ঝালমুড়ির থালা, চাকরির দাবিতে রাতভর রাস্তায় TET উত্তীর্ণরা


এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের  উজ্জ্বলা প্রকল্পে (Ujjala Yajana) বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে। জানা গিয়েছিল, হাওড়ার (Howrah) জগত্‍বল্লভপুর থানা এলাকার বাসিন্দা, কমপক্ষে ১৫ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তদন্ত নেমেছিল হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ । উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। তাতেই বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল হাওড়ায় (Howrah)!