ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : একদিকে জোকা ইএসআইতে চলছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা, আবার অন্যদিকে শহরের দিকে দিকে তল্লাশি শুরু করেছে ইডি। 
' ওই ঠিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের নয় '
কসবার রাজডাঙায় অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি চালাচ্ছেন ইডি-র অফিসাররা। এই সংস্থার সঙ্গে জড়িত অর্পিতা মুখোপাধ্যায়। ইডির তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। তবে এর মাঝেই উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ । এক ব্যক্তি এবিপি আনন্দ-র ক্যামেরার কাছে এগিয়ে এসে দাবি করলেন, ওই ঠিকানা অর্পিতা মুখোপাধ্যায়ের নয়। বরং ঠিকানা তাঁর ভাইয়ের কেবল টিভি সংস্থার। ক্যামেরার সামনে তাঁরা তাঁদের ট্রেড লাইসেন্সও দেখান। দাবি করেন, ওই নির্দিষ্ট ঠাকানা অর্পিতার নয়, বরং তাঁদের। তাঁরা ইডি অফিসারদেরও বিষয়টি জানানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা তল্লাশিতে ব্যস্ত ছিলেন। 


ওই দুই ব্যক্তির দাবি, কীভাবে তাঁদের নথিভূক্ত ঠিকানা অন্য কেউ নিজের বলে চালায়, তা নিয়ে তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানাবেন। আপাতত ক্যামেরার সামনে অসহায় দেখায় তাঁদের দুজনকে। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হাজির হয়েছে ইডি-র টিম । আবাসনে মিলেছে অর্পিতার দুটি ফ্ল্যাটের হদিশ । তবে ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায়, ইডি অফিসাররা দাঁড়িয়ে থাকেন  বন্ধ দরজার সামনে । পরে ফ্ল্যাটের চাবি খুলতে ডাকা হয় চাবিওয়ালাকে। 


অন্যদিকে আবার বালিগঞ্জ প্লেস ইস্টের একটি বাড়িতে হানা দেয় ইডি। ৮ নম্বর বালিগঞ্জ প্লেস ইস্টের বাড়িতে ইডি-র ৮ জন আধিকারিক গিয়ে পৌঁছন। জানা গিয়েছে, এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে হানা দিতে আসেন ইডি আধিকারিকরা। 


SSC দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় বহু মূল্যের বিদেশি মুদ্রা। কলকাতা ও শহরতলি এলাকায় অর্পিতার অনেক ফ্ল্যাটের হদিশ মিলেছে। জমি-বাড়ির দলিল বাজেয়াপ্ত করেছেন ইডি-র আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে শিক্ষা দফতরের খাম।