বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : বাঙালির আড্ডা ছেড়ে রাজনীতির আঙিনাতে ঢুকে পড়ল মুড়ি। প্যাকেটবন্দি মুড়িতে পাঁচ শতাংশ জিএসটি দিতে হচ্ছে। ২১ জুলাইয়ের মঞ্চে মুড়ি এনে, জিএসটি বসানোর প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের মুড়ি ইস্যুতে সংসদ ভবনের সামনে সরব হতে চলেছে তৃণমূল। 


বুধবার সংসদে মুড়ির ওপর GST-র প্রতিবাদে সংসদ ভবনে ধর্না বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা। দলের তরফে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার মুড়ি-চিঁড়ের ওপর থেকে GST প্রত্যাহার করুক।


এই বিষয়ে দিলীপ ঘোষের সাফ কথা, ' খেতে হলে মুদির দোকান থেকে খোলা মুড়ি খান না ! কোনও জিএসটি লাগবে না। কিন্তু ব্র্যান্ডেড, প্যাকেজিং করা মুড়ি খেতে গেলে তো ট্যাক্স দিতে হবে। যেমন এমনি লস্যি খান ... এক টাকাও বেশি লাগবে না। প্যাকেটবন্দি ব্র্যান্ডেড লস্যির উপর ট্যাক্স বসছে । '



এখন, প্যাকেটজাত মুড়ির ওপর ৫ শতাংশ GST দিতে হচ্ছে। গত ২১শে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চ থেকে মুড়ির ওপর থেকে GST প্রত্যাহারের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, '' বিজেপি মরুবৃক্ষ, ব্রেনটাই মরুবৃক্ষ। দেউলিয়া বৃক্ষ। বুদ্ধির ঢিপিতে কিছু নেই। মানুষকে এগুলো বোঝাবেন। মুড়িতেও জিএসটি। একথালা মুড়ি খাব...মুড়িতেও জিএসটি....''


এরপরই এক ডালা মুড়ি মাখেন মুখ্যমন্ত্রী ২১ শের মঞ্চেই। এখানেই থামেননি সেদিন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, 'লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, ভাত খেয়ে মুড়ি খেয়ে বেঁচে থাকি। তুমি কোথা থেকে এসেছো...''