সৌমিত্র রায় ও আবির দত্ত, ঝাড়গ্রাম ও হুগলি: ফের অ্যাকশনে নামল ইডি (ED Raid In Jhargram), সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা নাগাদ বাছুরডোবায় সরকারি আবাসনে পৌঁছয় ইডি-র ৬ সদস্যের টিম (ED Raid WBCS Officer Flat)। আবাসনের ব্লক বি-র দোতলায় ডব্লুবিসিএস অফিসার ও সংখ্যালঘু সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে তল্লাশি। আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সরকারি আধিকারিকের ফ্ল্যাটে ঢুকতে বাধা ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারকে।
যা জানা গেল...
বাছুরডোবা সরকারি আবাসনের ফার্স্ট ফ্লোর বা দোতলায় থাকেন ডব্লুবিসিএস অফিসার তথা সংখ্যালঘু সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডল। সকাল ৮টা নাগাদ তাঁরই ফ্ল্যাটে আসেন ৬ সদস্য়ের ইডি-র টিম। জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। এই ৬ জন ইডি আধিকারিক আসার পরই স্থানীয় থানার আইসি বিপ্লব কর্মকার সেখানে আসেন। ইডি আধিকারিকদের তিনি প্রশ্ন করেন, এই তল্লাশির জন্য কোনও সার্চ ওয়ারেন্ট এনেছেন কিনা। জবাবে কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়, পুলিশ সুপারকে ই-মেল মারফত সার্চ ওয়ারেন্ট পাঠানো হবে। এই কথা বলার পর মিনিট পনেরো ফ্ল্যাটের বাইরে অপেক্ষা করেন বিপ্লব কর্মকার। সূত্রের খবর, এর মধ্যে পুলিশের সুপারের কাছে ই-মেল মারফত ওয়ারেন্ট যায়নি। ১৫ মিনিট পর আইসি ফ্ল্যাটে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় তাঁকে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে আবাসন ঘিরে তল্লাশি চলছে। এর পর ৬ জন ইডি আধিকারিকের মধ্য়ে ১ জন নেমে এসে সার্চ ওয়ারেন্ট দেখান ঝাড়গ্রাম থানার আইসি-কে। তিনি সেখান থেকে বেরিয়ে গেলেও আবাসনের বাইরে অপেক্ষা করতে থাকেন।
আর যা...
শুধু ঝাড়গ্রাম নয়, এদিন হুগলির চুঁচুড়াতেও হানা দিয়েছে ইডি। একশো দিনের কাজে দুর্নীতি-মামলায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়। ধনেখালি ও মুর্শিদাবাদের বেলডাঙায় এফআইআর দায়ের হয়েছে বলে সূত্রের খবর। তার ভিত্তিতেই আজকের তল্লাশি। সাতসকালে চুঁচুড়া স্টেশন লাগোয়া ময়নাডাঙায় ব্যবসায়ী সন্দীপ সাধুখাঁ-র বাড়িতে হানা দিয়েছে ইডি। প্রায় ১ কোটি ৭৯ লক্ষ টাকা নয়ছয় করা হয়েছে বলে খবর। কারা রয়েছে এর পিছনে? সেটি জানতেই এই অভিযান বলে সূত্রের খবর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার একজন ইডি অফিসার, যিনি কিনা এই মামলার ইনভেস্টিগেটিং অফিসার, তিনি যখন তল্লাশি অভিযানের জন্য আসছিলেন, তখন সন্দীপ সাধুখাঁ-র পরিবারের একজন তাঁকে আটকে দেন বলে অভিযোগ। তীব্র বাগবিতণ্ডাও চলে বলে শোনা যাচ্ছে। বেশ কিছুক্ষণ আটকে থাকে তল্লাশি অভিযান। তবে আপাতত তা শুরু হয়েছে।