কলকাতা: ২০১৬-র নিয়োগপ্রক্রিয়া (Recruitment Scam) সংক্রান্ত সার্ভারে থাকা তথ্য হাইকোর্টে জমা দিল এসএসসি (SSC)। প্যানেল, ওয়েটিং লিস্ট ও ৪টি সিডি হাইকোর্টে জমা দিল কমিশন (Commition)। গাজিয়াবাদ থেকে প্রাপ্ত তথ্য এবং ৩টি হার্ড ডিস্ক আদালতে পেশ করল সিবিআই।


'হার্ড ডিস্কে ৫০ লক্ষ পাতার নথি আছে। হার্ড ডিস্কগুলি হায়দরাবাদ থেকে আমাদের কাছে ফেরত এসেছে। এগুলি আমরা অন্য ফরেন্সিক ল্যাবে পাঠাব। সিল খুলতে গেলে বিকৃত হওয়ার সম্ভাবনা আছে', শুধুমাত্র আদালতের নির্দেশে আমরা এগুলি পেশ করেছি, হাইকোর্ট সওয়াল সিবিআইয়ের। 'সিবিআইয়ের এই অবস্থানের বিরোধিতা করছি, সওয়াল বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের। যাঁরা নিজেদের ওএমআর দেখতে চান, তাঁরা আইনজীবীর মাধ্যমে কাল বিকেল ৪টের মধ্যে সিবিআইয়ের কাছে আবেদন করবে। আদালতে পেশ করা এসএসসি ও সিবিআইয়ের নথি দেখতে চাইলে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে', নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের।


'এখনও একাদশ-দ্বাদশের ওএমআর প্রকাশিত হয়নি। এই নির্দেশ দেওয়া হলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে', দাবি বিতর্কিত চাকরিপ্রার্থীদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ির। 'মামলায় যুক্ত কোনও পক্ষ, কোনও নথি পেশ করতে চাইলে আদালতের গ্রহণ করার ক্ষমতা আছে', মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। ১৯ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। 


প্রসঙ্গত, সম্প্রতি ডিপিএসসির সামনে মাথা কামিয়ে প্রতিবাদ জানালেন, ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। পাশাপাশি,  শুরু হয়েছে তাঁদের অনির্দিষ্টকালের জন্য় অনশন কর্মসূচি। আন্দোলনকারী চাকরিপ্রার্থী দেবাশিস বিশ্বাস বলেন, 'আমাদের একটাই উদ্দেশ্য় নিয়োগ। দীর্ঘ ১৫ বছরের যন্ত্রণা আমরা নিতে পারছি না।' একটা চাকরির জন্য় আর কত কিছু বিসর্জন দিতে হবে জানেন না, এই তরুণ-তরুণীরা! তিনি আরও বলেন, মুখ্য়মন্ত্রী হস্তক্ষেপ করুন। উনিও রেড রোডে আছেন। আমরাও বঞ্চনা নিয়ে আছি, উনিও বঞ্চনা নিয়ে আছেন। আমরা আমাদের বঞ্চনার কথা যখন ওঁকে জানাতে চাইছি, তখন বারবার অ্য়ারেস্ট করে লালবাজারে রাখা হচ্ছে। 


আরও পড়ুন, 'কেন্দ্রের টাকায় নবান্নের বিদ্যুতের বিল..', শাহ সাক্ষাৎ শেষে কী বার্তা শুভেন্দুর ?
 
গ্রীষ্মের তাপে পুড়েছেন । বর্ষার বৃষ্টিতে ভিজেছেন । শীতের হাড়কাঁপানো ঠাণ্ডা সয়েছেন । দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় । কিন্তু, যার জন্য় এত কিছু, সেই চাকরি আর জোটেনি । এই প্রেক্ষাপটে ফের মাথা কামিয়ে, প্রতিবাদের পথে হাঁটলেন এই আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।চাকরিপ্রার্থী  শিউলি মণ্ডল বলেন, দিদির কাছে হাতজোড় করে আর্জি করছি, মাননীয় মুখ্য়মন্ত্রীর কাছে, দিদি আপনি ধর্না দিচ্ছেন যেরকম কেন্দ্রের কাছে বঞ্চনার...আমরাও বঞ্চিত আজ ১৫ বছর। আপনি দয়া করে আমাদের দিকে দেখুন।